Sealdah: রাতের ফাঁকা ট্রেনে যুবতীকে হেনস্থা! বন্ধুকে মারধর, হুমকি... শিয়ালদহে উত্তেজনা, গ্রেফতার ৩
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Sanhyik Ghosh
Last Updated:
Sealdah: চলন্ত ট্রেনে যুবতীকে হেনস্থার অভিযোগ। রবিবার রাতে শিয়ালদহ গামী ট্রেনে ঘটেছে এই ঘটনা। ঘটনায় ইতিমধ্যেই ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি।
শিয়ালদহ: চলন্ত ট্রেনে যুবতীকে হেনস্থার অভিযোগ। রবিবার রাতে শিয়ালদহ গামী ট্রেনে ঘটেছে এই ঘটনা। ঘটনায় ইতিমধ্যেই ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে জিআরপি।
সূত্রের খবর অনুযায়ী, রবিবার রাত ৯:৩০ নাগাদ ঢাকুরিয়া থেকে এক বন্ধুর সঙ্গে শিয়ালদাগামী ট্রেনে ওঠেন ওই যুবতী। অভিযোগ, ট্রেন পার্ক সার্কাস পেরোনোর পর ৩ জন ফাঁকা ট্রেনে ওই যুবতীর ছবি তুলতে থাকে মোবাইলে। শিয়ালদহতে ট্রেন ঢুকলে যুবতী ও তার বন্ধু প্রতিবাদ জানায়। এর পরে আরও জটিল হয় পরিস্থিতি।
advertisement
advertisement
অভিযোগ, ছবি তোলার প্রতিবাদ করায় যুবতীর বন্ধুকে ২১ নং প্ল্যাটফর্মে ফেলে মারধর করা হয়। জিআরপির আধিকারিকরা ৩ জনকে আটক করেছে এই ঘটনায়। অভিযুক্তদের বিরুদ্ধে উঠে এসেছে হুমকি দেওয়ার অভিযোগও। অভিযোগকারীদের দেখে নেওয়ার হুমকি দেয় তারা। শিয়ালদা জিআরপি গ্রেফতার করেছে ৩ জনকেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 21, 2024 10:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sealdah: রাতের ফাঁকা ট্রেনে যুবতীকে হেনস্থা! বন্ধুকে মারধর, হুমকি... শিয়ালদহে উত্তেজনা, গ্রেফতার ৩