Extra Marital Affair: মেরঠের ছায়া সোদপুরে! মুসকানের মতোই স্বামীকে বেহুঁশ করলেন গৃহবধূ, তার পর...

Last Updated:

সোদপুরের এই ঘটনায় বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন আক্রান্ত যুবক৷ আপাতত আরজি কর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি৷

মুসকানের মতোই স্বামীকে সরিয়ে দেওয়ার চেষ্টা সোদপুরের গৃহবধূর?
মুসকানের মতোই স্বামীকে সরিয়ে দেওয়ার চেষ্টা সোদপুরের গৃহবধূর?
সুবীর দে, সোদপুর: মাস দুয়েক আগে উত্তর প্রদেশের মেরঠে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে নৃশংস ভাবে খুন করেছিল এক তরুণী৷ হাড় হিম করা সেই হত্যাকাণ্ডের ঘটনায় শিউড়ে উঠেছিল গোটা দেশ৷ এবার সেই মেরঠ কাণ্ডের ছায়াই উত্তর চব্বিশ পরগণার সোদপুরে৷ মেরঠের মুসকানের মতোই বেহুঁশ করে দিয়ে প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করার চেষ্টা করল এক গৃহবধূ৷
যদিও সোদপুরের এই ঘটনায় বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন আক্রান্ত যুবক৷ আপাতত আরজি কর হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ ওই যুবকের স্ত্রী এবং তাঁর প্রেমিক আপাতত পলাতক৷ তাঁদের খোঁজ চালাচ্ছে খড়দহ থানার পুলিশ৷
advertisement
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে সোদপুরের জয়প্রকাশ কলোনী এলাকায়৷ জানা গিয়েছে, আক্রান্ত ওই যুবক একটি বেসরকারি সংস্থায় গাড়ি চালান৷ আট বছর আগে বিয়ে হয়েছিল তাঁর৷ স্থানীয় সূত্রে খবর, এলাকারই এক দুষ্কৃতীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন ওই যুবকের স্ত্রী৷ স্বামী কাজে বেরোলেই বাড়িতে নিজের প্রেমিককে ডেকে নিতেন ওই যুবকের স্ত্রী৷
advertisement
সম্প্রতি স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পারেন ওই যুবক৷ এর পরই দু জনের মধ্যে অশান্তি শুরু হয়৷ অভিযোগ, শনিবার নিজের প্রেমিকের সঙ্গে মিলে ওই যুবককে খুনের চেষ্টা করেন তাঁর স্ত্রী৷ অভিযোগ, প্রথমে নেশার কোনও সামগ্রী খাইয়ে ওই যুবককে বেহুঁশ করে দেওয়া হয়৷ এর পর ওই গৃহবধূ প্রেমিককের সঙ্গে মিলে নিজের স্বামীকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ৷
advertisement
ওই যুবককে রক্তাক্ত অবস্থায় দেখে প্রতিবেশীদেরই প্রথমে সন্দেহ হয়৷ যদিও যুবকের স্ত্রী দাবি করেন, মাদকাসক্তির জন্যই এই হাল হয়েছে তাঁর স্বামীর৷ স্থানীয় দাবি, মারের চোটে যুবকের মাথার খুলিও ফেটে গিয়েছিল৷ ইতিমধ্যেই নিজের প্রেমিককে নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেন ওই যুবকের স্ত্রী৷ ওই গৃহবধূর বাপের বাড়ি এবং তাঁর প্রেমিকের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় খড়দহ থানার পুলিশ৷ ওই যুবকের স্ত্রী এবং তাঁর প্রেমিকের খোঁজ চালাচ্ছে পুলিশ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extra Marital Affair: মেরঠের ছায়া সোদপুরে! মুসকানের মতোই স্বামীকে বেহুঁশ করলেন গৃহবধূ, তার পর...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement