Woman Lost Everything: চাকরিতে যোগ দিয়ে এবার প্রতি মাসে মাইনে পাবেন বুঁদ ছিলেন স্বপ্নে, হয়ে গেলেন সর্বস্বান্ত
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Woman Lost Everything: সাত দিনের মধ্যে 'চাকরিতে যোগদান’! বিজ্ঞাপনের ফাঁদে পড়ে সর্বস্ব হারাল ছাত্রী
উত্তর ২৪ পরগণা: সাত দিনের মধ্যে চাকরিতে যোগদান’! বিজ্ঞাপনের ফাঁদে পড়ে সর্বস্ব হারাল ছাত্রী। বেসরকারি ব্যাঙ্ক চাকরির প্রলোভনে আর্থিক প্রতারণা, সাইবার ক্রাইম থানায় অভিযোগ। বসিরহাট থানার অন্তর্গত নৈহাটিতে বেসরকারি ব্যাঙ্ক চাকরি দেওয়ার নামে বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, বহুল প্রচারিত এক সংস্থার বিজ্ঞাপনে ‘সাত দিনের মধ্যে যোগদানের সুযোগ’ উল্লেখ দেখে প্রলুব্ধ হন সদ্য উচ্চমাধ্যমিক পাস করা দিশানি দে।
বিজ্ঞাপন দেখে সংস্থার সঙ্গে ফোনে যোগাযোগ করেন দিশানি দে এবং তাদের নির্দেশ মতো প্রয়োজনীয় নথিপত্র পাঠান। এরপর ধাপে ধাপে মোট ৩০ হাজার টাকা দেন দিশানির বাবা সুব্রত দে। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুত চাকরি মেলেনি।
advertisement
advertisement
এ বিষয়ে ফের যোগাযোগ করলে সংস্থা আরও টাকা দাবি করে। তাতেই সন্দেহ হয় দিশানি ও তার বাবার। সঙ্গে সঙ্গে তারা বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সুব্রত দে বলেন, “এইভাবে বহুল প্রচারিত সংস্থার বিজ্ঞাপন দেখে সাধারণ মানুষ যেন আর বিশ্বাস না করে। সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে আর কেউ প্রতারিত না হয়।” পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
advertisement
এ ধরনের প্রতারণা ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগও নেওয়া হচ্ছে। মনে করা হচ্ছে , প্রতারক চক্র ভুয়ো সংস্থা ও নকল নথি ব্যবহার করে সহজেই শিকার বানাচ্ছে তরুণ-তরুণীদের। চাকরির বিজ্ঞাপন দেখেই টাকা না দেওয়ার জন্য সবাইকে পরামর্শ দিচ্ছে পুলিশ। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া ও অনলাইন বিজ্ঞাপনের সূত্র খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে অভিযান শুরু করেছে সাইবার ক্রাইম শাখা।
advertisement
Julfikar Molla
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 13, 2025 5:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Woman Lost Everything: চাকরিতে যোগ দিয়ে এবার প্রতি মাসে মাইনে পাবেন বুঁদ ছিলেন স্বপ্নে, হয়ে গেলেন সর্বস্বান্ত