হাসপাতালে অচলাবস্থার জেরে চিকিৎসা না পেয়ে মৃত্যু হল মহিলার
Last Updated:
#ক্যানিং: হাসপাতালে অচলাবস্থার জেরে ঠিকমতো চিকিৎসা না পেয়ে মৃত্যু হল এক মহিলার। এমনই অভিযোগ মৃতের পরিবারের। মঙ্গলবার ঘুটিয়ারি শরিফের লক্ষ্মীনাগারণপুরের বাসিন্দা, বছর ৪১ এর শিখা গোমস্তার জ্বর আসে। খিঁচুনি শুরু হলে তাঁকে ঘুটিয়ারি শরিফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। কিন্তু অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে পাঠান হয়। শিখার পরিবারের অভিযোগ, চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে গেলেও হাসপাতালে তাঁদের ঢুকতেই দেওয়া হয়নি।
এরপর কলকাতার আরও কয়েকটি হাসপাতলে ঘোরেন তাঁরা। কিন্তু ডাক্তারদের আন্দোলনের জেরে কোনও চিকিৎসা পাননি তাঁরা। অবশেষে ক্যানিং হাসপাতালেই ফিরিয়ে নিয়ে যাওয়া হয় শিখাকে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 12, 2019 7:54 PM IST