Haridwar news: ছয় সন্তানের পর থামতে চাইলেন মহিলা, করালেন অস্ত্রোপচার! তার পরেও এল 'খুশির খবর'
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
৩২ বছর বয়সি ওই মহিলা হরিদ্বারেরই বাসিন্দা৷ তিনি এবং তাঁর স্বামী সপ্তম সন্তানের লালনপালনের জন্য হরিদ্বারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি জানিয়ে অভিযোগ করেছেন৷
হরিদ্বার: ছ' বার সন্তানের জন্ম দিয়েছেন৷ তাই আর যাতে নতুন করে সন্তানসম্ভবা না হয়ে পড়েন, সেই জন্য অস্ত্রোপচার করিয়েছিলেন মহিলা৷ কিন্তু তার পরেও বাঁধল বিপত্তি৷ অস্ত্রোপচার করানোর পরেও ফের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই মহিলা৷ বাধ্য হয়ে সপ্তম সন্তানের জন্মও দেন তিনি৷ এর পরেই চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন ওই মহিলা৷ ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের হরিদ্বারে৷
জানা গিয়েছে, ৩২ বছর বয়সি ওই মহিলা হরিদ্বারেরই বাসিন্দা৷ তিনি এবং তাঁর স্বামী সপ্তম সন্তানের লালনপালনের জন্য হরিদ্বারের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি জানিয়ে অভিযোগ করেছেন৷ জেলা ক্রেতা সুরক্ষা দফতরেও অভিযোগ করেছেন তিনি৷ ক্রেতা সুরক্ষা দফতরের পক্ষ থেকে মুখ্য স্বাস্থ্য আধিকারিককে নোটিসও পাঠানো হয়েছে৷
আরও পড়ুন: শরীরী সম্পর্ক এড়াতে কুয়োতে ঝাঁপ স্ত্রীর, উদ্ধার করে এনে স্বামীর যা করলেন জানলে শিউরে উঠবেন
advertisement
advertisement
ওই মহিলার দাবি, ষষ্ঠ সন্তানের জন্মের পরই জেলা হাসপাতালে গর্ভনিরোধক বা লাইগেশন অস্ত্রোপচার করান৷ তার পরেও অন্তঃসত্ত্বা হয়ে পড়েন তিনি৷ তাঁর দাবি, এই সন্তানের প্রতিপালনের ভার স্বাস্থ্য দফতরকেই নিতে হবে৷ কারণ, সরকারি হাসপাতালের অস্ত্রোপচার করিয়েও তার সুফল পাননি তিনি৷
এই অভিযোগের নিষ্পত্তি অবশ্য এখনও ঝুলে রয়েছে৷ আগামী ২৮ এপ্রিল দু পক্ষকেই জেলা ক্রেতা সুরক্ষা দফতরের সামনে হাজিরা দিতে বলা হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 9:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Haridwar news: ছয় সন্তানের পর থামতে চাইলেন মহিলা, করালেন অস্ত্রোপচার! তার পরেও এল 'খুশির খবর'