Home /News /south-bengal /
West Bengal News: দেড় বছরের ভাইঝির কান্নার পরই বৌদির গলায় কোপ দেওরের! কী বীভৎস ঘটনা দেগঙ্গায়

West Bengal News: দেড় বছরের ভাইঝির কান্নার পরই বৌদির গলায় কোপ দেওরের! কী বীভৎস ঘটনা দেগঙ্গায়

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

West Bengal News: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অমরের দাদা অরুন দাস দেগঙ্গা থানার সিভিক ভলেন্টিয়ার।

 • Share this:

  #দেগঙ্গা: দেড় বছরের শিশু ভাইঝির কান্নাকাটিতে ঘুম ভেঙ্গে গিয়েছিল কাকার। সেই রাগে বৌদির গলায় ছুরির কোপ মারলো দেওর। শনিবার রাতে ঘটনাটি ঘটে দেগঙ্গা সোহাই কুমারপুর গ্রাম পঞ্চায়েতের অনন্তপাড়া এলাকায়। জখম বৌদি শিখা দাস কে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত দেওরের নাম অমর দাস। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে অমরের দাদা অরুন দাস দেগঙ্গা থানার সিভিক ভলেন্টিয়ার। শিখা ও অমরের দশ মাসের একটি কন্যা সন্তান আছে। শনিবার রাতে দেড় বছরের শিশু কন্যা কান্নাকাটি করছিল। সেসময় পাশের ঘরে ঘুমোচ্ছিল অমর দাস। ভাইজির কান্নাকাটিতে ঘুম ভেঙ্গে যায় তার। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় ক্ষেপে গিয়ে বৌদি শিখা দাসের গলায় অমর ছুরি মারে বলে অভিযোগ।

  আরও পড়ুন: মিজোরামে বসে বাংলার জন্য নতুন স্ট্র্যাটেজি দিলীপ ঘোষের, তুমুল শোরগোল দলেরই অন্দরে

  রক্তাক্ত অবস্থায় শিখাকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার বেশ কয়েকটি সেলাই দিতে হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ঘটনার পরই বাড়ি থেকে পালিয়ে যায় অমর। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

  Published by:Suman Biswas
  First published:

  Tags: Kolkata News, West Bengal news

  পরবর্তী খবর