১ বছর পেরতে না পেরতেই পণের দাবিতে নববধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে

Last Updated:
#চাকদহ: এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে নদিয়ার চাকদা থানার পালপাড়ার। মৃত গৃহবধূর নাম মনীষা দাস(১৯)। মৃতার মা মঞ্জুরানী দাসের অভিযোগ, চলতি বছরের ৮ মার্চ নদিয়ার চাকদহ থানার পালপাড়ার বাসিন্দা রাকেশ মল্লিকের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় উত্তর ২৪ পরগনার বিজপুর থানার হালিশহরের মনীষা দাসের। বিয়ের সময় সোনাদানা, আসবাবপত্র দাবি মতো পূরণ করলেও নগদ ৫০ হাজার টাকা দিতে না পারায়, প্রায়ই সংসারে অশান্তি হত।
বিয়ের পরেই মনীষার স্বামী কর্মসূত্রে চেন্নাই চলে যান। এরপর কালিপুজোর সময় স্বামী বাড়িতে আসেন। তখন বিবাদ চরমে ওঠে। গত ১৩ নভেম্বর ফের স্বামী চেন্নাই হোটেলে কাজের উদ্দেশ্যে চলে যান। অভিযোগ, তারপর থেকেই গৃহবধূর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চরমে ওঠে। ১৬ নভেম্বর শনিবার দুপুরে মেয়ের শ্বশুর-বাড়ির প্রতিবেশীদের ফোন পেয়ে মেয়ের বাড়িতে সকলে এসে দেখেন মনীষাকে চাকদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে গিয়ে দেখেন মেয়ে মৃত ৷ এরপরেই চাকদা থানায় শ্বশুর-শাশুড়িসহ চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ করেন মনীষার পরিবারের লোকজন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। আত্মহত্যা নাকি শ্বাসরোধ করে খুন তার তদন্ত শুরু করেছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১ বছর পেরতে না পেরতেই পণের দাবিতে নববধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement