Purba Bardhaman wolf attack: সন্ধে নামলেই আতঙ্ক, যখন তখন হামলা! বুদবুদে পিটিয়ে নেকড়ে বাঘ মারলেন গ্রামবাসীরা

Last Updated:

ঘটনাকে কেন্দ্র করে দেবাশালা ও তার আশপাশের গ্রামে এখনও আতঙ্ক রয়েছে। এলাকায় আরও নেকড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
বুদবুদ: পূর্ব বর্ধমানের বুদবুদের দেবশালা গ্রামে হামলা চালানো বন্যপ্রাণীটি শেয়াল অথবা হায়না নয়। সেটি আসলে ভারতীয় নেকড়ে বাঘ। এমনটাই জানালো বন দফতর। ওই নেকড়েটি অন্তত কুড়ি জন গ্রামবাসীর উপর হামলা চালায়। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ও দুর্গাপুরের বিধাননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক জনের আঘাত গুরুতর। বন দফতরের লোকজন পৌঁছনোর আগেই গ্রামবাসীরা নেকড়েটিকে পিটিয়ে মেরে ফেলে।
ঘটনাকে কেন্দ্র করে দেবাশালা ও তার আশপাশের গ্রামে এখনও আতঙ্ক রয়েছে। এলাকায় আরও নেকড়ে থাকতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেকেই দরজা জানালা বন্ধ করে ঘরে বাস করছেন। সন্ধের পর রাস্তা জনশূন্য হয়ে পড়ছে। ওই গ্রাম বন দফতরের পানাগড় এলাকার মধ্যে পড়ে। গ্রামবাসীদের আশ্বস্ত করতে এলাকায় টহল দিচ্ছে বনকর্মীরা।
advertisement
advertisement
বর্ধমানের ডিভিশনাল ফরেস্ট অফিসার সঞ্চিতা শর্মা বলেন, ‘দেবশালা গ্রামে হামলা চালানো বন্যপ্রাণিটি ভারতীয় নেকড়ে। ওরা সাধারণত মানুষকে এড়িয়েই চলে। কিন্তু এটি অস্বাভাবিক আচরণ করছিল। একের পর এক মানুষকে আক্রমণ করছিল। শুক্রবার সকালে ওই ভারতীয় নেকড়েটি পাঁচ জনকে জখম করেছে বলে আমরা খবর পাই। সঙ্গে সঙ্গে বন দফতরের টিম রওনা দেয়। কিন্তু ওই গ্রামে পৌঁছনোর আগেই সে মোট কুড়ি জনের উপর হামলা চালিয়েছিল। আতঙ্কিত গ্রামবাসীরা তাকে মেরে ফেলে। আমরা গ্রামবাসীদের বলছি, আতঙ্কিত হবেন না। এই ধরনের কোনও বণ্যপ্রাণী দেখলেই আমাদের খবর দিন। কিন্তু কোনওভাবেই আইন হাতে তুলে নেবেন না।’
advertisement
বন দফতরের এক আধিকারিক জানান, ফরিদপুর, অণ্ডাল, কাঁকসা, আউশগ্রামের জঙ্গলে দেশীয় নেকড়ের সংখ্যা বেড়েছে। তবে তারা হয়তো জঙ্গলে তাদের চাহিদামতো খাবার পাচ্ছে না। সে কারণেই তারা লোকালয়ে বেরিয়ে আসছে।
ডিভিশনাল ফরেস্ট অফিসার সঞ্চিতা শর্মা বলেন, ‘ঠিক কতগুলি এই ধরনের নেকড়ে বাঘ রয়েছে সে বিষয়ে সঠিক তথ্য আমাদের কাছে নেই। কারণ সেভাবে গণনা হয়নি। সংখ্যাটা চল্লিশ থেকে একশো পর্যন্ত হতে পারে।’
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman wolf attack: সন্ধে নামলেই আতঙ্ক, যখন তখন হামলা! বুদবুদে পিটিয়ে নেকড়ে বাঘ মারলেন গ্রামবাসীরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement