Weekend Destination: জঙ্গল আছে, নদীও! কপাল ভাল থাকলে বাঘের দেখা! হতে পারে সেরা উইকএন্ড ডেসটিনেশন

Last Updated:

Sundarban Tourism- গাঙ্গেয় সুন্দরবন, যা একদিকে ঘন ম্যানগ্রোভ জঙ্গল ও বাঘের জন্য বিখ্যাত, আর অন্যদিকে নদী ও খাল-বিল জুড়ে বিস্তৃত নোনা জলের রাজ্য এ যেন এক অন্য পৃথিবী।

+
সুন্দরবনের

সুন্দরবনের ছবি

সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগণা, সুমন সাহা: শহুরে জীবন যেন দিন দিন এক অদৃশ্য খাঁচায় বন্দি হয়ে পড়ছে। আকাশছোঁয়া বহুতল ভবন, ক্রমবর্ধমান জনবিস্ফোরণ, যানজট, আর গাড়ি-কলকারখানার বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি! কলকাতা ও আশেপাশের শহরবাসীর কাছে “শান্তির খোঁজে” পালিয়ে যাওয়া প্রায় এক প্রয়োজনীয়তায় পরিণত হয়েছে।
আগে শহরের প্রান্তে বা গ্রামে দেখা যেত ছোট ছোট বাংলো বা দোতলা বাড়ি, যেখানে দূরত্ব ও ফাঁকা জায়গা জীবনের স্বাভাবিক অংশ ছিল। কিন্তু আজ যেখানে তাকানো যায় সেখানেই উঁচু বহুতল কখনও ৩০ তলা, কখনও ৫০ তলা, আর কোথাও শতাধিক তলার বিশাল কংক্রিটের দানব।
জনসংখ্যা যেমন হু হু করে বাড়ছে, তেমনি সবুজের জায়গা গিলে নিচ্ছে কংক্রিটের বিস্তার। দূষণ ও কোলাহল থেকে মুক্তির খোঁজে শহরের মানুষ এখন ছুটির দিনগুলোতে ক্রমেই খুঁজে নিচ্ছেন প্রকৃতির কোলে কিছুটা অবসর। তাই দিঘা, মন্দারমণি, গঙ্গাসাগর, বকখালি এসব পরিচিত সমুদ্রসৈকতের পাশাপাশি এখন সুন্দরবনও পর্যটন মানচিত্রে ক্রমশ শক্ত অবস্থান নিচ্ছে।
advertisement
advertisement
গাঙ্গেয় সুন্দরবন, যা একদিকে ঘন ম্যানগ্রোভ জঙ্গল ও বাঘের জন্য বিখ্যাত, আর অন্যদিকে নদী ও খাল-বিল জুড়ে বিস্তৃত নোনা জলের রাজ্য এ যেন এক অন্য পৃথিবী। এখানে সবুজ মাঠ, গ্রামীণ জীবনযাত্রা, নির্মল বাতাস আর শান্ত রাত্রি, সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা অপেক্ষা করে আগত ভ্রমণার্থীদের জন্য।
সুন্দরবনের অনেক হোমস্টে বা ইকো-রিসোর্টের জানালা খুললেই দেখা যায় নদীর বুকে চাঁদের আলো ঝিকিমিকি করছে। রাতে গর্জে ওঠা ঝোড়ো হাওয়া বা নোনা মাটির সোঁদা গন্ধ মনে করিয়ে দেয় শৈশবের গ্রামীণ স্মৃতি।মাঝে মাঝে দেখা যায় নদীর বুক চিরে এগিয়ে চলেছে ছোট্ট তালের ডিঙ্গি নৌকা। জোছনারাতে দাঁড় টেনে মৎস্যজীবীরা গুনগুন করে গান গাইতে গাইতে রওনা হয় মাছ, কাঁকড়া বা বনের মধু সংগ্রহের পথে। এই দৃশ্যের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে।
advertisement
আরও পড়ুন- বর্ধমানে মিলছে ‘ন্যানো’! ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে দোকানদার, দাম কত জানেন 
শহরের যান্ত্রিকতার বিপরীতে ধীর-লয়ের জীবন কলকাতার দ্রুতগামী জীবনযাত্রায় যেখানে মানুষ প্রায় পায়ে হাঁটার ফুরসতই পান না, সেখানে সুন্দরবনে সময় যেন ধীর গতিতে চলে। পর্যটকেরা এখানে এসে ফোনের নোটিফিকেশন ভুলে হাতে এক কাপ চা নিয়ে নদীর ধার বসে সূর্যোদয় দেখেন যা শহরে অসম্ভব এক অভিজ্ঞতা।
advertisement
পর্যটনের নতুন ধারা পর্যটন ব্যবসায়ীরাও এই প্রবণতা বুঝে এখন ইকো-ট্যুরিজম, হোমস্টে ও গ্রামীণ অভিজ্ঞতা-ভিত্তিক ভ্রমণকে গুরুত্ব দিচ্ছেন। স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে, আবার শহরের মানুষও পাচ্ছেন দূষণমুক্ত ছুটি কাটানোর সুযোগ। সুন্দরবন শুধু বাঘ বা জঙ্গল নয়, এটি এক পরিপূর্ণ অভিজ্ঞতা যেখানে প্রকৃতির কোলে ফিরে পাওয়া যায়। হয়তো সেই কারণেই শহরের কংক্রিটের জঙ্গল ছেড়ে, নোনা মাটির ঘ্রাণের টানে, ক্রমশ ভিড় জমছে সুন্দরবনে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weekend Destination: জঙ্গল আছে, নদীও! কপাল ভাল থাকলে বাঘের দেখা! হতে পারে সেরা উইকএন্ড ডেসটিনেশন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement