Vegetable Price: টমেটো ১, শসা ২ টাকা কিলো! মাথায় হাত চাষিদের, বাঁচার উপায় বাতলে দিলেন আধিকারিক

Last Updated:

Vegetable Price: বেশি ফলনে দাম পাওয়া যাচ্ছে না, উপায় জানালেন আধিকারিক

+
টমেটো

টমেটো

হুগলি: টমেটো এক টাকা কিলো, তোলার খরচ উঠছে না, জমিতেই শুকিয়ে নষ্ট হচ্ছে টমেটো। গাছ কেটে ফেলতে হবে বলছেন চাষীরা। অসময়ে চাষের পরামর্শ উদ্যান পালন দফতরের। হুগলি জেলায় টমেটো চাষ হয় ১৪ হাজার ১১ হেক্টর জমিতে।টমেটো উৎপাদন হয় প্রায় ২৫ হাজার মেট্রিক টন। বলাগড় পান্ডুয়া পোলবা-দাদপুর, চন্ডীতলা সহ জেলার বিভিন্ন ব্লকে এখন ফলন্ত টমেটো গাছে ভর্তি।
হুগলির টমেটো বাংলার বাইরের রাজ্যেও যায়। তবে এখন সেই টমেটো যাচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা। চাষিদের মতে এক বিঘা টমেটো চাষ করতে ২৫ হাজার টাকা খরচ। অথচ টমেটো বিক্রি করে ১০ হাজার টাকাও উঠছে না। বর্তমান যা অবস্থা জমিতে ফলন্ত গাছ শুকিয়ে যাচ্ছে। কারণ টমেটো তুলে বাজারে নিয়ে যাওয়ার খরচ উঠছে না টমেটো বেচে। টমেটোর মত হাইব্রিড শশা দু টাকা কিলো, সীম মটরশুঁটি, লাউ সব সব্জির পাইকারি দাম এতটাই কম চাষির চাষের খরচ উঠছে না। এবার শীতকালীন সব্জি চাষের জন্য ভাল আবহাওয়া ছিল। ঝড় বৃষ্টিতে ক্ষতি হয়নি। যার ফলে উৎপাদন বেশি হয়েছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা উদ্যান পালন দফতরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শুভদীপ নাথ বলেন, “যারা সব্জি চাষ করে সারা বছর তাদের অসময়ের চাষে উৎসাহী করা হচ্ছে। এছাড়া পলি হাউস তৈরি করে চাষ করা। এই পলি হাউসে সাবসিডি দেওয়া হচ্ছে ৫০ শতাংশ। দু’রকম পদ্ধতিতে আমরা কৃষকদেরকে বিষয়টা বোঝানোর চেষ্টা করছি। খোলা মাঠে চাষ এবং আচ্ছাদনের মধ্যে চাষ। যাতে অসময়ের চেষ্টা করে কৃষক ফসলের উপযুক্ত মূল্য পায়। পাশাপাশি যারা সফলভাবে চাষগুলো করছে সেখানে নিয়ে গিয়ে কৃষকদের হাতে কলমে বিষয়টা দেখানো। আলুর ক্ষেত্রে অনেক সময় তাই দেখা যাচ্ছে প্রয়োজনের তুলনায় বেশি চাষ করা হয়ে যাচ্ছে। যার ফলে কৃষক অনেক সময় দাম পাচ্ছে না। আমরা বলছি আলু চাষের জমির পরিমাণ কিছুটা কমিয়ে মজুত করা যাবে এরকম কিছু ফসল কাজ করতে। যেমন হাইব্রিড গাজর খুব লাভজনক চাষ। যেটা আলু সঙ্গে সঙ্গে উঠবে এবং পুজোর সময় বিক্রি করা যাবে। এটা আলুর থেকে তিনগুণ বেশি দামে বিক্রি হবে। আগাম টমেটো চারা দিয়েছিলাম তা অনেকেই নিতে পারেননি। আমরা হিট টলারেন টমেটো চারা বিলি করছি এই টমেটো উঠবে এপ্রিল মাসে যখন এমনি টমেটো শেষ হয়ে যাবে বাজারে টমেটোর দাম বেড়ে যাবে। আমরা কৃষকদের বলছি যেকোনো ফসল চাষের ক্ষেত্রে আগাম চাষের চেষ্টা করুন আর না হয়তো সিজনের শেষের দিকে চাষ করুন। এর জন্য হুগলি জেলার কৃষি খামারে সবজি উৎকর্ষণ কেন্দ্র রয়েছে রাজ্যের মধ্যে একমাত্র। সেখানে কৃষকরা গাছের চারা যেমন সংগ্রহ করতে পারেন পাশাপাশি তাদেরকে হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হয়।”
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Vegetable Price: টমেটো ১, শসা ২ টাকা কিলো! মাথায় হাত চাষিদের, বাঁচার উপায় বাতলে দিলেন আধিকারিক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement