Digha: দিঘায় হবে এবার তুলকালাম...! দূর-দূরান্তের মানুষরা ৪৫ মিনিটে পৌঁছে যাবেন সাগরপাড়ে! তবে কি পুজোর আগেই সুখবর মিলছে?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Digha: এবার পুজোয় কি আকাশ পথে দিঘা বেড়ানোর সুযোগ! পুজোর সময় কি আবারও চালু হবে দিঘা-কলকাতা হেলিকপ্টার সার্ভিস! পুজোর আগেই কি শুরু পরিষেবা, জল্পনা তুঙ্গে।
দিঘা: এবার পুজোয় কি আকাশ পথে দিঘার বেড়াতে সুযোগ! পুজোর সময় কি আবারও চালু হবে দিঘা-কলকাতা হেলিকপ্টার সার্ভিস! পুজোর আগেই কি শুরু পরিষেবা! জল্পনা তুঙ্গে। সৈকত শহর দিঘায় হেলিকপ্টার পরিষেবা এর চালুর দাবি উঠেছে বিভিন্ন মহলে। দিঘা-কলকাতা হেলিকপ্টার পরিষেবা চালুর দাবি উঠল আবারও৷ পূর্ব মেদিনীপুর তথা রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা। বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত দিঘা শুধু প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, বিনোদনের পশরা সাজিয়ে বর্তমানে এখন আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র। দিঘার এই রূপের টানেই প্রায়ই পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে।
দিঘা পর্যটন কেন্দ্রকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে বদলে দিতে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের। রাজ্য সরকার আগেই চালু করেছিল দিঘা – কলকাতা হেলিকপ্টার সার্ভিস। ২০১৬ সালে বেহালার ফ্লাইং ক্লাব থেকে দিঘা পর্যন্ত হেলিকপ্টার সার্ভিস পরিষেবা চালু করা হয়। শনি ও রবিবার এই হেলিকপ্টার সার্ভিস পরিষেবা চালু হয়। মাথাপিছু ভাড়া ২০০০ টাকা। এই হেলিকপ্টার সার্ভিস খুব জনপ্রিয় হয়ে ওঠে। কিন্তু করোনা অতিমারির কাল থেকে বন্ধ হয়ে যায় কলকাতা-দিঘা বা দিঘা-কলকাতা হেলিকপ্টার সার্ভিস। এই হেলিকপ্টার পরিষেবার উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ রয়েছে।
advertisement
আরও পড়ুন- বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন
advertisement
করোনা অতিমারিকালের সময় থেকে বন্ধ হেলিকপ্টার সার্ভিস চালু করার আবারও জোরালো দাবি উঠেছে। এই পরিষেবা পুজোর আগেই চালু হোক। বর্তমানে দিঘার সৌন্দর্যায়ন ও পরিকাঠামগত অনেকটাই উন্নতি হয়েছে। একদিকে ট্রেন পথ অন্যদিকে বাস পরিষেবা, সঙ্গে প্রাইভেট গাড়ির মাধ্যমে পর্যটকরা আসেন দিঘায়। বর্তমানে হেলিকপ্টার পরিষেবা বন্ধ, হেলিপ্যাডটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে পূর্ত দফতর। দিঘায় পর্যটকদের আকর্ষণ বরাবরই। হেলিকপ্টার পরিষেবা চালু হলে অনেকটাই আনন্দ উপভোগ করতে পারবেন বলে মনে করছেন দিঘায় আসা পর্যটক থেকে স্থানীয় প্রশাসন।
advertisement
বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগেই এই হেলিকপ্টার পরিষেবা চালু করার দাবি উঠছে। এ বিষয়ে রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন, “এই পরিষেবা চালু হলে পর্যটকরা অনেকটা সুবিধা পাবে। পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে পর্যটন শহর দিঘা।” যদিও এ বিষয়ে দিঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক তথা কাঁথির মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য বলেন ‘এই মুহূর্তে পরিষেবা চালুর কোনও খবর নেই তবে ঊর্ধ্বতন মহলে যেমন নির্দেশ আসবে সেই মত পদক্ষেপ গ্রহণ করা হবে।’ পর্যটক-সহ স্থানীয় বাসিন্দাদের দাবি দিঘা কলকাতা হেলিকপ্টার সার্ভিস দ্রুতই চালু করা হোক।
advertisement
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 09, 2024 2:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Digha: দিঘায় হবে এবার তুলকালাম...! দূর-দূরান্তের মানুষরা ৪৫ মিনিটে পৌঁছে যাবেন সাগরপাড়ে! তবে কি পুজোর আগেই সুখবর মিলছে?