Relationship News: অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা স্বামীর, প্রতিবাদ করতেই ভয়ঙ্কর ঘটনা! মর্মান্তিক পরিণতি স্ত্রীর

Last Updated:

স্বামীর পরকীয়ার প্রতিবাদ, তা নিয়ে তীব্র অশান্তি। মর্মান্তিক পরিণতি ঘটল মুর্শিদাবাদে। পরকিয়ার জেরেই স্ত্রীকে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে মৃতের নাম হালিমা খাতুন (২৪)।

তদন্তে পুলিশ 
তদন্তে পুলিশ 
মুর্শিদাবাদ: স্বামীর পরকীয়ার প্রতিবাদ, তা নিয়ে তীব্র অশান্তির জেরে মর্মান্তিক পরিণতি ঘটল মুর্শিদাবাদে। পরকিয়ার জেরেই স্ত্রীকে হত্যার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে মৃতের নাম হালিমা খাতুন (২৪)। ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোপীনাথপুর এলাকার। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী রুবেল শেখ পলাতক।
মৃতের পরিবারের অভিযোগ, কয়েক বছর আগে রুবেলের সঙ্গে হালিমার বিয়ে হয়। তাঁদের বছর দুয়েকের কন্যাসন্তান রয়েছে। রুবেল বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। স্বামীর পরকীয়ার কথা জানতে পারার পরই প্রতিবাদ করেন হালিমা। তা নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি প্রায়ই হত। শনিবার বাড়ির গোয়ালঘর থেকে হালিমার মৃতদেহ উদ্ধার হয়।
advertisement
advertisement
রুবেল মৃতের পরিবারকে জানান, তাঁর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। হালিমার পরিবারের পাল্টা অভিযোগ, তাদের মেয়েকে খুন করেছেন রুবেল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ওই বাড়ির সামনে ভিড় করেন প্রতিবেশীরা। এই ঘটনার পর মৃতের পরিবারের অভিযোগ, হালিমার উপর নিয়মিত অত্যাচার চালাতেন তাঁর স্বামী। এর আগে একবার হালিমাকে মাথার চুল কেটে ন্যাড়াও করে দেন। ঘটনার খবর পেয়ে পৌঁছয় পুলিশ।
advertisement
আর এদিকে ঘটনার মোড় অন্য দিকে নিতেই গ্রাম ছেড়ে পালিয়ে যায় রুবেল। পুলিশ গ্রামে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে তারা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Relationship News: অন্য মহিলার সঙ্গে ঘনিষ্ঠতা স্বামীর, প্রতিবাদ করতেই ভয়ঙ্কর ঘটনা! মর্মান্তিক পরিণতি স্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement