Wife Murders Husband: স্বামীকে খুন করে দেহ সৎকারের তোড়জোড়, চন্দ্রকোণায় আটক গৃহবধূ

Last Updated:

স্থানীয়দের তৎপরতায় মৃতদেহ উদ্ধার করল চন্দ্রকোনা থানার ক্ষীরপাই থানার পুলিশ

#পশ্চিম মেদিনীপুর: স্ত্রীর হাতে খুন স্বামী ,খুনের পর মৃতদেহ সৎকার করে প্রমাণ লোপাট করার চেষ্টা (Wife Murders Husband)। স্থানীয়দের তৎপরতায় মৃতদেহ উদ্ধার করল চন্দ্রকোনা থানার ক্ষীরপাই থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার ক্ষীরপাই পৌর এলাকার।
জানা গিয়েছে, রবিবার রাতে ক্ষীরপাই পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড-এর বামারিয়া এলাকার বাসিন্দা গৃহবধূ রূপালি ঘোষ স্থানীয়দের চিৎকার করে ডাকেন। বলেন, তার স্বামীর হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে। সঙ্গে সঙ্গেই ছুটে আসেন প্রতিবেশীরা, বাড়িতে ঢুকে দেখেন রূপালির স্বামী তপন ঘোষ বাথরুমে মৃত অবস্থায় পড়ে আছেন (Wife Murders Husband) । রূপালির কথামতো স্থানীয়রা মৃতদেহ সৎকারের আয়োজন করেন।
advertisement
কিন্তু, দেহ সৎকার করতে যাওয়ার সময় পরশিরা দেখেন, মৃতদেহের গলায় দড়ির চিহ্ন, তখনই তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা। তাঁদের দাবি, তপনের স্ত্রী রূপালির বিবাহবহির্ভূত একাধিক সম্পর্ক ছিল, তার জেরেই স্বামীকে খুন করে সে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। বাড়িতে আটক করা হয় রূপালি ঘোষকে। পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তপন ঘোষকে, তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে প্রকৃত সত্য সামনে আসবে। খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ! খুনের উদ্দেশ্য কী? রূপালির সঙ্গে আর কারা জড়িত ? খতিয়ে দেখছে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই থানার পুলিশ।
advertisement
advertisement
 Sukanta Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Wife Murders Husband: স্বামীকে খুন করে দেহ সৎকারের তোড়জোড়, চন্দ্রকোণায় আটক গৃহবধূ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement