Habra Wife Arrest: দাম্পত্য কলহ থেকে হাতাহাতি, মৃত্যু স্বামীর! ময়নাতদন্তের রিপোর্ট আসতেই হাবরায় গ্রেফতার স্ত্রী

Last Updated:

মৃত দীপঙ্করবাবুর দাদা শম্পাদেবীর বিরুদ্ধেই ভাইকে খুনের অভিযোগ করেন৷ যদিও সেই সময় থানায় খুনের অভিযোগ দায়ের হয়নি৷

ধৃত শম্পা মণ্ডল এবং তাঁর স্বামী দীপঙ্কর মণ্ডল৷
ধৃত শম্পা মণ্ডল এবং তাঁর স্বামী দীপঙ্কর মণ্ডল৷
জিয়াউল আলম, হাবরা: স্ত্রীর দাবি ছিল, দাম্পত্য কলহের জেরে হাতাহাতির সময় মৃত্যু হয়েছে স্বামীর৷ যদিও ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল, শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে তাঁর৷ ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টে এই তথ্য উঠে আসতেই স্বামীর মৃত্যুর প্রায় দেড় মাসের মাথায় গ্রেফতার করা হল স্ত্রীকে৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর চব্বিশ পরগণার হাবরায়৷
গত ২২ জুলাই মৃত্যু হয় হাবরার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা দীপঙ্কর মণ্ডল (৪৫) নামে ওই ব্যক্তির৷ ঘটনার দিন পেশায় ইলেক্ট্রিক মিস্ত্রি দীপঙ্কর বাবুর সঙ্গে তাঁর স্ত্রী শম্পা মণ্ডলের বাড়িতেই বচসা শুরু হয়৷ শম্পাদেবীর দাবি অনুযায়ী, বচসা থেকেই দু জনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন৷ তখনই সংজ্ঞাহীন হয়ে পড়েন দীপঙ্কর মণ্ডল৷ দ্রুত তাঁকে উদ্ধার করে হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
সেই সময় মৃত দীপঙ্করবাবুর দাদা শম্পাদেবীর বিরুদ্ধেই ভাইকে খুনের অভিযোগ করেন৷ যদিও সেই সময় থানায় খুনের অভিযোগ দায়ের হয়নি৷ তবে স্বামীকে খুনের অভিযোগ অস্বীকার করেছিলেন শম্পাদেবী৷
advertisement
যদিও অস্বাভাবিক মৃত্যু হওয়ায় দীপঙ্করবাবুর দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷ গতকালই সেই ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট আসে৷ সেই রিপোর্টেই জানা যায়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে দীপঙ্কর মণ্ডলকে৷ ময়নাতদন্ত রিপোর্টে এই তথ্য উঠে আসতেই দীপঙ্করবাবুর পরিবারের পক্ষ থেকে শম্পাদেবীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়৷ এর পরই তাঁকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ৷ এ দিন শম্পাদেবীকে বারাসত আদালতে পেশ করে পুলিশ৷
advertisement
যদিও আদালতে নিয়ে যাওয়ার পথেও খুনের কথা অস্বীকার করেন শম্পাদেবী৷ তাঁর দাবি, ঘটনার দিন আমার স্বামীই প্রথমে আমাকে মেরেছিল৷ চড় মেরে সেদিনই আমার কানের পর্দাও ফাটিয়ে দেয় আমার স্বামী৷ আমার গলাও টিপে ধরে৷ তখন আমিও প্রাণ বাঁচাতে পাল্টা ওকে আটকানোর চেষ্টা করি৷ হাতে চুড়ি থাকায় ওর হাত, পেট সহ কয়েক জায়গায় কেটে গিয়েছিল৷ আচমকাই আমার স্বামী দরজার কাছে বসে পড়ে সংজ্ঞাহীন হয়ে যায়৷
advertisement
শম্পাদেবীর দাবি, তাঁর স্বামী আগে থেকেই অসুস্থ ছিলেন৷ তাই হাতাহাতির সময় সামান্য আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Habra Wife Arrest: দাম্পত্য কলহ থেকে হাতাহাতি, মৃত্যু স্বামীর! ময়নাতদন্তের রিপোর্ট আসতেই হাবরায় গ্রেফতার স্ত্রী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement