মাটির তলার জলস্তর কমছে কেন? বর্ধমান শহরে অনুসন্ধান চালাবে ইসরোর বিজ্ঞানীরা
- Published by:Rukmini Mazumder
- Written by:Saradindu Ghosh
Last Updated:
দেশের বড় শহরগুলিতেই জলস্তর নামছে যা পরিবেশের জন্য কখনওই শুভ নয়। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ময়দানে নেমেছেন ইসরোর বিজ্ঞানীরা
#বর্ধমান: বর্ধমান শহরে মাটির তলার জলস্তর কতটা কমছে তা খতিয়ে দেখবে ইসরোর বিজ্ঞানীরা। সেই সঙ্গে জলস্তর কমার কারণগুলিও খুঁজে বের করবেন তাঁরা। দেশের বড় শহরগুলিতেই জলস্তর নামছে যা পরিবেশের জন্য কখনওই শুভ নয়। এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য ময়দানে নেমেছেন ইসরোর বিজ্ঞানীরা। তাঁরা দেশের ১০টি শহরের সার্ভে রিপোর্ট পর্যালোচনা করার পর প্রয়োজনীয় পরামর্শ দেবেন। ওই দশটি শহরের মধ্যে রয়েছে বর্ধমান। রাজ্যের মধ্যে একমাত্র বর্ধমান শহরে পরীক্ষামূলকভাবে সমীক্ষার কাজ হবে। বর্ধমানে ইসরোর বিজ্ঞানীরা ইতিমধ্যেই ঘুরে গিয়েছেন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গ্রামীণ এলাকাগুলিতে জল রিচার্জের সুযোগ রয়েছে। কিন্তু শহরে সেই সুযোগ নেই। ফলে শহরের বাইরের চারপাশের এলাকাগুলিতে জল রিচার্জের পরিকল্পনা রয়েছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, ইসরোর বিজ্ঞানীরা বেশকিছু টাস্ক দিয়ে গিয়েছেন। শহরের জলস্তর নামছে কেন সেটা তদন্ত করে দেখা হচ্ছে। শহরে অবৈধ জলের কারখানা কত রয়েছে বা সাবমার্সিবলের সংখ্যা কত, সেই তথ্য জোগাড় করা হচ্ছে। শহরের বাইরে চাষের জন্য ভূগর্ভস্থ জল কতটা তোলা হয় সেই তথ্যও নেওয়া হবে। সেই সবকিছু নির্দিষ্ট একটি অ্যাপে ডাউনলোড করতে হবে। যাবতীয় তথ্য যাচাই করে বিজ্ঞানীরা প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
advertisement
বর্ধমান ছোট শহর। কিন্তু এই শহরে অন্তত কুড়ি হাজার সাবমার্সিবল পাম্প রয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রতিদিন ব্যক্তিগত উদ্যোগে সেইসব পাম্প দিয়ে জল তুলে নেওয়া হচ্ছে। পুরসভাও এলাকায় এলাকায় সাবমার্সিবল পাম্পে জল তুলে সরবরাহ করছে। ফলে হু হু করে কমছে মাটির তলার জলস্তর।
advertisement
বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার বলেন, ইসরোর বিজ্ঞানীরা বৈঠক করে গিয়েছেন। আমরা দু'মাসের মধ্যেই সমীক্ষার কাজ শেষ করব। আগামী দিনে আমরা দামোদর থেকে জল তুলব। পাইপ লাইনের মাধ্যমে প্রতিটি বাড়িতে জল পৌঁছে যাবে। তখন সাবমার্সিবলের সংখ্যা কমে যাবে। তবে শুধু সাবমার্সিবল নাকি অন্য কোনও কারণে জলস্তর নামছে তা সমীক্ষার রিপোর্ট পর্যলোচনা করার পরেই বোঝা যাবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
December 30, 2022 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মাটির তলার জলস্তর কমছে কেন? বর্ধমান শহরে অনুসন্ধান চালাবে ইসরোর বিজ্ঞানীরা