Rare snake rescue: হুগলিতে মূল্যবান বিরল প্রজাতির সাপ উদ্ধার, রঙিন-বিশাল বড় অজগর দেখতে ভিড়
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Rahi Haldar
Last Updated:
Endangered python rescue: বিরল প্রজাতির সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হুগলির বৈদ্যবাটির খড়পাড়া এলাকায়। সাপটি যেমন একাধারে বিরল একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বহুমূল্য।
হুগলি: বিরল প্রজাতির সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য হুগলির বৈদ্যবাটির খড়পাড়া এলাকায়। শুক্রবার সকালে এক স্থানীয় সর্প বিশারদ অরিন্দম চক্রবর্তী উদ্ধার করেন হোয়াইটলিপ পাইথনটিকে। সাপটি যেমন একাধারে বিরল একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বহুমূল্য। ভদ্রেশ্বরের খড়পাড়া এলাকার একটি মালগাড়ির লাইনের ধার থেকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দিয়েছেন অরিন্দম চক্রবর্তী।
হোয়াইট লিপ পাইথন এই সাপ টি মূলত পাহাড়ি অঞ্চলের এক বিরল প্রজাতির ময়াল সাপ। বিগত কুড়ি তিরিশ বছরে এই সাপটি অত্যন্ত জনপ্রিয় হয় পোষ্য সাপ হিসাবে। অনেক সর্পপ্রেমী মানুষ বাড়িতে এই সাপ পোষেন। আন্তর্জাতিক বাজারে এই সাপের মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা। সর্বদা চকচকে ও মুখের সামনে সাদৃশ্যময় দাগ হওয়ার জন্য এই সাপকে দেখতে বেশ সুন্দর। তাতেই বেড়েছে জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে এই সাপের চাহিদা। তবে এত বহুমূল্যবান সাপ কোথা থেকে এল ওই জায়গায়?
advertisement
advertisement
এই বিষয়ে সর্প বিশারদ অরিন্দম চক্রবর্তী জানান, ওই এলাকায় ট্রেনলাইন রয়েছে। সেখানে কোন পাথর বোঝাই কন্টেইনারের সঙ্গে হয়তো চলে এসেছে এই সাপটি। তিনি নিজে ৩৫ বছর সাপ উদ্ধারের সঙ্গে যুক্ত। এই প্রথমবার এই ধরনের বিরল প্রজাতির ময়াল সাপ তিনি উদ্ধার করলেন। উদ্ধার করার পর বহু মূল্যই সাপটিকে তুলে দেওয়া হয় বন দফতরের হাতে, যাতে সুরক্ষিতভাবে সাপটিকে যথাযথ জায়গায় ছেড়ে আসা যায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 13, 2024 5:59 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rare snake rescue: হুগলিতে মূল্যবান বিরল প্রজাতির সাপ উদ্ধার, রঙিন-বিশাল বড় অজগর দেখতে ভিড়