DVC Water Release: দামোদরের জলে বানভাসি হতে পারে কোন কোন এলাকা! ঘুরে দেখলেন আধিকারিকরা

Last Updated:

Bardhaman- ডিভিসি আরও বেশি পরিমাণে জল ছাড়লে বানভাসি হতে পারে পূর্ব বর্ধমানের কোন কোন এলাকা- তা খতিয়ে দেখল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। শনিবার আধিকারিকদের নিয়ে জামালপুরে যান জেলাশাসক আয়েশা রানি এ।

দামোদরের জলে বানভাসি হতে পারে কোন কোন এলাকা! পরিদর্শন প্রশাসনের
দামোদরের জলে বানভাসি হতে পারে কোন কোন এলাকা! পরিদর্শন প্রশাসনের
বর্ধমান: ডিভিসি আরও বেশি পরিমাণে জল ছাড়লে বানভাসি হতে পারে পূর্ব বর্ধমানের কোন কোন এলাকা- তা খতিয়ে দেখল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। শনিবার আধিকারিকদের নিয়ে জামালপুরে যান জেলাশাসক আয়েশা রানি এ। তিনি জামালপুরের দামোদর তীরবর্তী নিচু এলাকাগুলি পরিদর্শন করেন। সেখানে কতগুলি ফ্লাড সেন্টার রয়েছে সে সব ব্যাপারে খোঁজ খবর নেন। বাঁধগুলির অবস্হা কেমন, কোন কোন এলাকায় বাঁধ দুর্বল রয়েছে তা জানতে চান জেলাশাসক।
মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ইতিমধ্যেই জল ছাড়া হয়েছে। তার জেরে জল ছাড়া হয়েছে দুর্গাপুর ব্যারেজ থেকেও। আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী সপ্তাহে এ রাজ্যের পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ডে দামোদরের ক্যাচমেন্ট এরিয়ায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ডিভিসিকে বেশি পরিমানে জল ছাড়তে হতে পারে। গত বছরগুলিতে ডিভিসি জল ছাড়ায় দামোদরের বন্যার কবলে পড়েছিল রায়না জামালপুরের বেশ কিছু এলাকা।
advertisement
গত বছর  ডিভিসি জলাধার থেকে অত্যধিক পরিমাণে জল ছেড়ে দেওয়ায় পূর্ব বর্ধমানের জামালপুরের বেশ কয়েকটি এলাকা বানভাসি হয়। তার জেরে বহু কাঁচা ও পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জামালপুরের জোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা ও জাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে। ফ্লাড সেন্টার, স্কুল বাড়িতে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল বেশ কিছু পরিবারকে। রায়নার গোতান ও তার আশপাশ এলাকাও প্লাবিত হয়েছিল। জলের তলায় চলে গিয়েছিল বেশ কয়েকটি রাস্তা।
advertisement
advertisement
আরও পড়ুন- মর্মান্তিক! বাজার করে ফেরা হল না বাড়ি! ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বৃদ্ধের
শনিবার তাই আগেভাগে জোৎশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের অমরপুর এলাকা পরিদর্শন করলেন জেলাশাসক আয়েশা রানি এ, অতিরিক্ত জেলাশাসক, জেলা পুলিশ সুপার সায়ক দাস, জামালপুর ব্লকের বিডিও সহ সেচ দপ্তরের আধিকারিকরা। দামোদরের নিম্ন অববাহিকা এলাকা ঘুরে দেখেন তাঁরা। বর্ষার মরশুমে ডিভিসি জলাধার থেকে একাধিক বার অত্যধিক মাত্রায় জল ছাড়লে সে ক্ষেত্রে কোনও সমস্যা হবে কিনা তা খতিয়ে দেখতে জেলাশাসকসহ জেলা পুলিশ সুপার উপস্থিত হন অমরপুর সহ একাধিক এলাকায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
DVC Water Release: দামোদরের জলে বানভাসি হতে পারে কোন কোন এলাকা! ঘুরে দেখলেন আধিকারিকরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement