পেঁয়াজের ঝাঁজে যখন চোখে জল, মুখে হাসি ফোটাতে এগিয়ে এল রাজ্য সরকার
Last Updated:
বাজারে দাম ১০০ টাকা হলেও সুফল বাংলা স্টলে পেঁয়াজ মিলছে মাত্র ৫৯ টাকা কেজি দরে।
#হুগলি: পেঁয়াজের ঝাঁজে যখন চোখে জল, মুখে হাসি ফোটাতে এগিয়ে এল রাজ্য সরকার। সুফল বাংলার স্টলে প্রায় অর্ধেক দামে বিকোচ্ছে পেঁয়াজ। তবে রোজ মাত্র একঘণ্টার জন্যই এই অফার।
পিঙ্ক টেস্টের মরসুমেই সেঞ্চুরি করেছে পেঁয়াজ। বাজারে গেলেই হাত পুড়ছে মধ্যবিত্তের। সাধ্য নেই, তাই সাধ আর স্বাদ দুয়েই লাগাম টানতে হয়েছে। মধ্যবিত্তের হেঁশেলে পিয়াজের আনাগোনা কমেছে। তবে আর নয়, মুশকিল আসান করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
বাজারে দাম ১০০ টাকা হলেও সুফল বাংলা স্টলে পেঁয়াজ মিলছে মাত্র ৫৯ টাকা কেজি দরে। তবে অফার শুধুমাত্র সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত ভ্যালিড। আর প্রত্যেকে এক কেজি করেই পেঁয়াজ কিনতে পারবেন।
advertisement
advertisement
বুধবার থেকে রাজ্যের ১২৬টি কিষাণ মান্ডিতে কম দামে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। খবর পেতেই ভিড় জমেছে ক্রেতাদের।
স্টক অনুযায়ী, আরও কিছুদিন এই দামে পিয়াজ বিক্রি চলবে। তাই আপাতত মুখে হাসি ফুটেছে ভোজন রসিকদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2019 7:15 PM IST