আম গাছে ওটা কী? বিরাট আতঙ্ক এলাকায়, এমনও হতে পারে!
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Storm: শনিবার বিকেলের ঝড়ে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে গাছ পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। বেশ কিছু জায়গায় ঘরের ছাদ অর্থাৎ টিনের চালা ঝড়ে উড়িয়ে নিয়ে গিয়ে কিছু দূরে ফেলে।
বাঁকুড়া: শনিবার বিকেলের ঝড়ে বাঁকুড়ার বিভিন্ন প্রান্তে গাছ পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। বেশ কিছু জায়গায় ঘরের ছাদ অর্থাৎ টিনের চালা ঝড়ে উড়িয়ে নিয়ে গিয়ে কিছু দূরে ফেলে।
তেমনই এক ঘটনা ঘটে বাঁকুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফাঁসিডাঙ্গা এলাকায়। দুর্গা পোদ্দারের গোডাউন ঘরের টিনের চালা উড়িয়ে নিয়ে গিয়ে প্রায় ১০০ ফুট দূরে একটি প্রায় ৩০ ফুট উচ্চতার আম গাছের উপরে তুলে দেয়।
সিভিল ডিফেন্স ভলেন্টিয়াররা শনিবার সন্ধ্যায় খবর পেয়ে অন্ধকার নেমে যাওয়ায় এবং বিপদ বুঝে ফিরে আসেন। রবিবার সকালে একটি ডোজারের সাহায্যে আম গাছ থেকে টিনের চালা নামিয়ে এলাকাবাসীকে বিপন্মুক্ত করে। দাঁড়িয়ে থেকে কাজ করান বাঁকুড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা সিআইসি রেখা দাস রজক আচার্য।
advertisement
advertisement
আরও পড়ুন- এসি দিনে কতক্ষণ টানা চালানো যায়? ৫ নাকি ৬ ঘণ্টা? AC ভাল রাখতে জেনে রাখুন
শনিবার বিকেলে ভয়ঙ্কর ঝড়। আতঙ্কে ঘরে বসে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। হঠাৎ করে প্রচণ্ড জোরে আওয়াজ। কেউ কিছু ঠাহর করতে পারার আগেই বাড়ির চাল উড়ে যায়। মাথা তুললে দেখা যাচ্ছে খোলা আকাশ। সেই চাল আটকে গিয়েছে আম গাছের উপরে।
advertisement
বৈদ্যুতিক কানেকশন না থাকায় শনিবার রাতে কাজ করা সম্ভব হয়নি। পরের দিন একটি জেসিবি ব্যবহার করে নামানো হয় চাল।
আরও পড়ুন- সেকেন্ড-হ্যান্ড গাড়ি? Commercial থেকে Private-এ স্টেটাস পরিবর্তনের উপায় জানুন
৬ নম্বর ওয়ার্ডে আরও ক্ষয়ক্ষতি হয়েছে। একজনের বাড়িতে পড়ে গেছে গাছ। আবার অপর জনের উড়ে যায় গোডাউনের চালা। যদিও সকালের মধ্যে সেই সব নিয়ন্ত্রণে আনা হয়। তবে দেরিতে শুরু হয়েছে কালবৈশাখী। তাই এখনও আতঙ্কে রয়েছেন বাসিন্দারা, সঙ্গে তৎপর প্রশাসন।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
June 16, 2024 10:42 PM IST