Desert Travel Tips: মরু অভিযানের ইচ্ছা? সমস্যাগুলি কী, মুক্তি কীভাবে? ভ্রমণকাহিনি থেকে জানুন অজানা কথা
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Desert Travel Tips: মরুভূমিতে অ্যাডভেঞ্চারে কোন কোন বাধা হতে পারে, এই অভিযানে সর্তকতা প্রয়োজন বিস্তারিত জানালেন মরু অভিযাত্রী। শুনুন কাহিনি।
হাওড়া: ‘অ্যাডভেঞ্চার’ এই ছোট্ট একটা শব্দর মধ্যেই কত কীই না লুকিয়ে রয়েছে। পাহাড়, নদী, সমুদ্র তীরের অ্যাডভেঞ্চার সাধারণ বিষয় হলেও বহু মানুষের কাছে মরুভূমির সৌন্দর্য অজানা। সেই দিক থেকে বহু মানুষের এ বিষয়ে নানা জিজ্ঞাসা। কীভাবে এর প্রস্তুতি, মরুভূমিতে অ্যাডভেঞ্চারে কোন কোন বাধা তৈরি হতে পারে, এ বিষয়ে বিস্তারিত জানালেন হাওড়া অ্যাডভেঞ্চার পোর্টস অ্যাসোসিয়েশনের সদস্য।
সাধারণ ভাবে বলা যেতে পারে, যতদূর পর্যন্ত সাধারণ মানুষের আয়ত্তে আছে, ঠিক তার পর থেকেই যেন শুরু অ্যাডভেঞ্চার। যদিও বর্তমান সময়ে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। পাহাড় থেকে সমুদ্রে পাড়ি দিচ্ছে মানুষ। সেই দিক থেকে পাহাড়, জঙ্গল, সমুদ্রসৈকত পেরিয়ে এবার মরুভূমি অভিযান।
আরও পড়ুন: কন্যাহারা কিংবদন্তি সুরকার! অকাল প্রয়াণ ভবতারিণীর, বিদেশেও বাঁচানো গেল না জাতীয় পুরস্কারজয়ী গায়িকাকে
advertisement
advertisement
মরুভূমিতে একটানা পাঁচদিন ধরে পায়ে হেঁটে পারি দিল হাওড়ার একটি অ্যাডভেঞ্চার সংগঠনের ১০ সদস্য। জানা যায়, রাজস্থানের জয়সলমীর জেলার খুঁড়িগ্রাম থেকে শুরু হয় এই মরু অভিযান। অভিযাত্রীদের কথায় জানা যায়, একের পর এক ঝুরো বালির পাহাড় অতিক্রম করে পাঁচদিনে প্রায় ৮০ কিলোমিটারের বালি পথ। এই অভিযান শেষ হয় খুঁড়ি গ্রামেই। দিনে ঠান্ডা রোদ আর রাতে কনকনে ঠান্ডা। অভিযানে রাত কাটানো থেকে রান্না, খাওয়া দাওয়া সব কিছুতে তাঁবুই ছিল অভিযাত্রীদের একমাত্র ভরসা।
advertisement
খুড়ি গ্রাম থেকে শুরু করে একে একে তালাও কি ঢানি, থর কি ঢানি, মানেরি, নিম্ব কি ঢানি-সহ একাধিক নাম না জানা অঞ্চল পায়ে হেঁটেই অতিক্রম করতে হয়। ঝুরো বালির চড়াই উৎরাই রাস্তা ধরে এগোতে এগোতে বারবার জলকষ্টের মুখোমুখি হতে হয় যাত্রীদের। কখনও গরম, আবার কখনও কনকনে ঠান্ডা হাওয়া বিঁধছে যাত্রীদের শরীরে। পায়ের জুতো বোঝাই ঝুড়োবালি বাধা সৃষ্টি করছে। অন্যদিকে বালিতে মিশে থাকা চোরকাঁটা জুতো ও পায়ে বিঁধে চলার পথে বাঁধা। কখনও বালির ঢিপি, আবার কখনও কাঁটা জঙ্গল পথ। দিনের ১০-১২ ডিগ্রি তাপমাত্রা যা রাতে ২-৩ ডিগ্রি ঠান্ডা, যেখানে বালিও কার্যত বরফ ঠান্ডায় পরিণত হচ্ছিল।
advertisement
এই অভিযানে ৯ জন পুরুষ অভিযাত্রীর সঙ্গে ছিলেন এক মহিলা অভিযাত্রীও। অভিযাত্রীদলের অধিনায়ক উজ্জ্বল দাস বলেন, সমুদ্র সৈকত ও পাহাড়ের ট্রেকিং সচরাচর হয়ে থাকে। সেই বাঁধাধরা অভিযান থেকে বেরিয়ে মরুভূমির রুক্ষ সুন্দর্যকে উপভোগ করতেই এই অভিযানে আসা। জলকষ্ট, ঝুড়োবালি থেকে ঠান্ডা, সব বাধাকে অতিক্রম করাই তো অ্যাডভেঞ্চার।
রাকেশ মাইতি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 26, 2024 11:42 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Desert Travel Tips: মরু অভিযানের ইচ্ছা? সমস্যাগুলি কী, মুক্তি কীভাবে? ভ্রমণকাহিনি থেকে জানুন অজানা কথা