Kaushiki Amabashya: কী এই তারাপীঠের কৌশিকী আমাবস্যা! কেনই বা লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে বিশেষ দিনে
Last Updated:
Kaushiki Amabashya: এই অমাবস্যার দিনে লক্ষ লক্ষ দর্শনার্থীরা মা তারার কাছে একবার দর্শনের জন্য ছুটে আসেন।
তারাপীঠ (বীরভূম): সামনের মাসের ১৪ সেপ্টেম্বরে বছরের তারাপীঠের কৌশিকী অমাবস্যা। আর এই কৌশিক অমাবস্যার বিশেষ পুজো নিয়ে জড়িত রয়েছে নানান পৌরাণিক কাহিনী। আমাবস্যার এই পবিত্র লগ্নে মা তারাকে রাজরাজেশ্বরী বেশি সাজিয়ে সারাদিন মায়ের পূজা করা হয়। তারাপীঠ মহাপীঠ একটি সিদ্ধপীঠ, ৫১ টি সতী পিঠের মধ্যে নয় এই তারাপীঠ।। কথিত আছে গুরু সাধক বামাক্ষ্যাপা তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সিদ্ধিলাভ করছিলেন সেই সময় বামাক্ষ্যাপা তারা মায়ের আবির্ভাব পান, এ ছাড়াও মা তারা এই বিশেষ দিনে শুম্ভ-নিশুম্ভ নামক দুই অসুরকে দমন করেছিলেন তবে থেকেই এই কৌশিকি আমাবস্যার নাম প্রচলিত।
দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা হলেন মা তারা, পুরাণ মতে মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল সমস্ত দেবতারা তখনই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেন, মহালয়ার দিনে, মহিষাসুর বধের পরেও শুম্ভ-নিশুম্ভ দেবতাদের ওপর অত্যাচার অব্যাহত রাখে জানা যায়, এরপরেই সকলে পার্বতীর শরণাপন্ন হন এবং দেবতাদের রক্ষা করতে মা মহামায়া তার ইচ্ছে শক্তি জাগ্রত করে এক দেবি মূর্তির জন্ম দেন, সেই দেবমূর্তি এই কৌশিকী আমাবস্যার বিশেষ দিনে শুম্ভ- নিশুম্ভকে বধ করে।
advertisement
advertisement
এ ছাড়াও প্রচলিত আছে অমাবস্যার এই বিশেষ দিনে তারাপীঠ সংলগ্ন দ্বারকা নদীতে স্নান করে মা তারার কাছে মনস্কামনা করলে সেই মনস্কামনা পূর্ণ হয় এবং জীবন থেকে সব পাপ মুছে যায়, সেই কারণেই এই অমাবস্যার দিনে লক্ষ লক্ষ দর্শনার্থীরা মা তারার কাছে একবার দর্শনের জন্য ছুটে আসেন। এই বিশেষ দিনে মা তারাকে বিশেষ অন্নের ভোগ নিবেদন করা হয়, এ ছাড়াও সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতির পর মা তারাকে বিভিন্ন রকমের ফল, মিষ্টি, লুচি, সুজি দিয়ে ভোগ নিবেদন করা হয়। এছাড়াও তারাপীঠ মহাশ্মশানে চলে বিশেষ হোমযজ্ঞ।
advertisement
সৌভিক রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 29, 2023 7:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kaushiki Amabashya: কী এই তারাপীঠের কৌশিকী আমাবস্যা! কেনই বা লক্ষ লক্ষ মানুষের ভিড় জমে বিশেষ দিনে