West Medinipur News: তাঁর আমলেই নবরূপে আত্মপ্রকাশ সাবেক মেদিনীপুর শহরের, ২০০ বছর ধরে এখানে ঘুমিয়ে পিয়ার্স সাহেব

Last Updated:

West Medinipur News: অবিভক্ত মেদিনীপুর জেলার প্রথম ডিস্ট্রিক্ট কালেক্টারের সমাধি স্মৃতিসৌধ রয়েছে শহরের অভ্যন্তরে, কেন্দ্র সরকারের অধীনস্থ ভারতীয় পুরা তথ্য সর্বেক্ষণের সংরক্ষণে রয়েছে এটি। কোথায় রয়েছে এই স্মৃতিসৌধ?

+
জন

জন পিয়ার্সের সমাধি সৌধ

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: তাঁর সময়কালে আত্মপ্রকাশ হয় মেদিনীপুর শহরের। ব্রিটিশ শাসক হিসেবে মেদিনীপুরের দায়িত্ব নেন জন পিয়ার্স। তাঁর মৃত্যুতে মেদিনীপুর শহরেই গড়ে তোলা হয় স্মৃতিসৌধ। যা একদিকে যেমন ঐতিহাসিক দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ, তেমনই সৌধের ভাস্কর্য এক অন্যতম প্রমাণ।বাংলার আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে নানা ইতিহাস। কোথাও জনবসতি গড়ে ওঠার পর হারিয়ে যেতে বসেছে এককালের সম্পদ। মেদিনীপুর শহরেই রয়েছে এ দেশের এই শহরের প্রথম জেলা কালেক্টরের সমাধি। তাঁকে সংরক্ষণ করেছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। জানেন কোথায় রয়েছে অবিভক্ত মেদিনীপুর শহরের প্রথম জেলা কালেক্টরের স্মৃতিসৌধ?
মাত্র ৪৯ বছর বয়সে ইহলোক ছেড়ে পরলোকে গমন করা মেদিনীপুরের এই প্রশাসকের সমাধি-স্মৃতিসৌধও রয়েছে মেদিনীপুর শহরের উপকণ্ঠে। শুধু তাই নয়, তাঁর এই স্মৃতিসৌধটি আকার, আয়তনের দিক থেকেও বেশ অন্যরকম। প্রায় দুশো বছরেরও বেশি সময় আগের ইতিহাস বহন করে চলেছে ঐতিহাসিক মেদিনীপুর শহর। কংসাবতী নদীর পাড়ে গড়ে ওঠে মেদিনীপুর শহর। অবিভক্ত মেদিনীপুর জেলা হিসেবে স্বীকৃতি পায় ১৭৭৪ খ্রিস্টাব্দে। এরপর ১৭৭৭ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার জেলা কালেক্টর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন জন পিয়ার্স। পাশাপাশি ১৭৮৩ খ্রিস্টাব্দে মেদিনীপুর শহরের আত্মপ্রকাশ ঘটে। স্বাভাবিকভাবে বলা যেতেই পারে জন পিয়ার্সের শাসনকালে মেদিনীপুর শহরের আত্মপ্রকাশ ঘটে।
advertisement
আরও পড়ুন : ডায়াবেটিস, ব্লাড প্রেশারের খেলা শেষ! অনাদরে ফুটে থাকা নয়নতারার পাপড়িই মুশকিল আসান! জটিল রোগের মহৌষধ
ইতিহাস গবেষকদের দাবি, দেওয়ানি লাভের পর মেদিনীপুরের প্রথম রেসিডেন্ট হিসেবে আসেন জন পিয়ার্স। তবে ১৭৮৮ সালে মাত্র ৪৯ বছরে তাঁর মৃত্যুতে শহরের সেকপুরা এলাকায় কামারপাড়াতে গড়ে তোলা হয় স্মৃতিসৌধ।ইতিহাস গবেষক সন্তু জানার দাবি, “প্রায় দুশো বছরের বেশি সময়ের ইতিহাস যে বহন করছে তা শুধু নয়, এই স্মৃতিসৌধ ভাস্কর্যের দিক থেকে অত্যন্ত মূল্যবান। উচ্চতায় বেশ অনেকটা, শুধু তাই নয় চূড়ার আকৃতি পিরামিডের মত। নীচে চারিদিকে গোল থাম দেওয়া চতুর্ভুজ ক্ষেত্র রয়েছে।” ইতিহাসবিদদের কাছে অত্যন্ত প্রামাণ্য ও গুরুত্বপূর্ণ নিদর্শন জন পিয়ার্সের সমাধিসৌধ।
advertisement
advertisement
বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ক্ষেত্রে সংরক্ষণ করেছে। এই স্মৃতিসৌধের গায়ে একটি ফলক ছিল তা বর্তমানে অপসারিত। এলাকাবাসীরা এই বিশেষ ইতিহাস ক্ষেত্র সংরক্ষিত করে রেখেছেন। মেদিনীপুরের ইতিহাসে এক অন্যতম ক্ষেত্র জন পিয়ার্সের সমাধি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: তাঁর আমলেই নবরূপে আত্মপ্রকাশ সাবেক মেদিনীপুর শহরের, ২০০ বছর ধরে এখানে ঘুমিয়ে পিয়ার্স সাহেব
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement