West Medinipur News: জীবনের সম্বল একটি বাঁশি, চলার সম্বল একটি লাঠি, বৃদ্ধের প্রতিভা অবাক করবে আপনাকেও

Last Updated:

West Medinipur News: সহায় সম্বল বলতে একটি মাত্র বাঁশি। চলার অবলম্বন একটি লাঠি। জীবনের এতগুলো বছর কাটিয়ে ফেলেছেন এভাবে। তবে অনাদরে পড়ে থাকা সামান্য ভিক্ষাজীবী এই বৃদ্ধের বাঁশির সুর এবং প্রতিভা অবাক করছে সকলকে। 

+
ভিক্ষা

ভিক্ষা করেই চলে সংসার

বেলদা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: ‘অন্ধ কানাই পথের পরে, গান শুনিয়ে ভিক্ষা করে!’ ছোটবেলায় পড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার সঙ্গে যেন বাস্তবে এই ব্যক্তির অনেকটাই মিল। তার বাড়ি ওড়িশার বালেশ্বর হলেও কখনও কখনও তাকে বেলদা বাস স্ট্যান্ড, আবার কখনও বেলদা রেলস্টেশন কিংবা যেকোনও রাস্তার ধারে বসে বাঁশি বাজাতে দেখা যায়। সহায় সম্বল বলতে একটি লাঠি, একটি বাঁশের বাঁশি এবং একটি ব্যাগ। এভাবেই সামান্য ভিক্ষার উপরে চলে তার জীবনের দুটি রুচি। জন্ম থেকেই তিনি অন্ধ, বাঁশিতেই ভর করে জীবন। বিয়ে করে সন্তানও রয়েছে, নিজের রোজগার নিজেই করেন এই বৃদ্ধ। বয়সের প্রায় ৬৭টা বসন্ত তিনি কাটিয়ে ফেলেছেন। অন্ধ গুরুর থেকে শিখেছেন বাঁশি বাজান, এখন সেই বাঁশি তার জীবনের অবলম্বন।
হঠাৎ করে স্টেশনের এক প্রান্ত থেকে ভেসে আসে হালকা বাঁশির সুর। আপন খেয়ালে বাজিয়ে চলেছেন এক বৃদ্ধ। স্টেশনের সিঁড়ির এক কোনায় বসে নানান গানের সুরে তিনি বাঁশি বাজাচ্ছেন। সামনে থাকা একটি বাটিতে কেউ দু-এক টাকা দিয়ে যাচ্ছেন। ব্যস্ততম সিঁড়িতে একাই বসে তিনি। কে আসছেন, কে কতটা টাকা দিচ্ছেন তিনি জানেনই না। তবুও এভাবেই কাটে তার প্রতিদিন। বাঁশি বাজিয়ে যে টাকা রোজগার হয় তাতেই চলে তার সংসার। এভাবেই দিন গুজরান করছেন এই বৃদ্ধ। তার এই প্রতিভাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। স্টেশনে আসা যাত্রীরা অন্তত এক পলক দেখছেন এই বৃদ্ধের প্রতিভাকে।
advertisement
আরও পড়ুন-শুক্রাণু বাড়বে লাফিয়ে…! পুরুষরা চিবিয়ে খান মাত্র ১০ দিন, টগবগিয়ে ফুটবে যৌবন, ঝিমিয়ে পড়া পুরুষত্ব হবে চাঙ্গা!
বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশার বালেশ্বরের বাসিন্দা ভানু প্রতাপ সিং। জন্ম থেকেই তিনি অন্ধ। এখন বয়স তার ৬৭ বছর। ছোটবেলায় এক অন্ধ গুরু থেকে শিখেছেন বাঁশি বাজানো। সেই বাঁশিকেই নিজের জীবনের অবলম্বন করে তুলেছেন তিনি। দু-চোখ পুরোপুরি অন্ধ। দেখতে পান না কাউকে। কথা এবং স্পর্শে অনুভব করেন তিনি। পরিবারের কেউ তাকে বসিয়ে দিয়ে যান কখনও রাস্তার ধারেই আবার কখনও স্টেশন। এরপর প্রায় সারাদিনই চলে তার বাঁশি বাজিয়ে রোজগার। বয়সের ভার চোখে মুখে স্পষ্ট হলেও কোনও রোগ জ্বালা নেই তার। তবুও দীর্ঘ শ্বাস নিয়ে তিনি বাঁশি বাজান।
advertisement
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময়…! শুক্রের ঘরে মঙ্গল গোচর, কপাল পুড়বে ৫ রাশির, আর্থিক কষ্ট, জীবন ‘নরক’ করে ছাড়বে…
সহায় সম্বল বলতে একটি মাত্র বাঁশি। চলার অবলম্বন একটি লাঠি। জীবনের এতগুলো বছর কাটিয়ে ফেলেছেন এভাবে। তবে অনাদরে পড়ে থাকা সামান্য ভিক্ষাজীবী এই বৃদ্ধের বাঁশির সুর এবং প্রতিভা অবাক করছে সকলকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: জীবনের সম্বল একটি বাঁশি, চলার সম্বল একটি লাঠি, বৃদ্ধের প্রতিভা অবাক করবে আপনাকেও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement