West Medinipur News: সবাই ঘুমিয়ে পড়লে এটাই করেন শিক্ষিকা, চলে রাত পর্যন্ত..., জানলে অবাক হবেন আপনিও

Last Updated:

West Medinipur News: স্কুল থেকে ফিরে এসে ঘরের কাজ সামলে বসে পড়েন, রং তুলি, ক্লে নিয়ে এত সুন্দর বানাচ্ছেন দেখলে অবাক হবেন।

+
শিক্ষিকা

শিক্ষিকা

পশ্চিম মেদিনীপুর: তিনি একটি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের শিক্ষিকা। প্রতিদিন সকাল থেকে বাড়ির বিভিন্ন কাজ সামলে তাকে যাতায়াত করতে হয় প্রায় ৭২ কিলোমিটার। বিদ্যালয় থেকে ফিরে বাড়ির কাজ এবং ছেলেমেয়েদের পড়াশোনার পর অবসরে রাত্রিতে চলে তার হাতের কাজ। ছোটবেলায় প্রাথমিক অঙ্কন শিক্ষাও নিয়েছেন। তবে বেশ কয়েক বছর ধরে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকার কারণে বিভিন্ন সময় হাতের বিভিন্ন কাজও করতে হয়েছে। তবে বর্তমানে ক্লে দিয়ে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছেন এই শিক্ষিকা। শুধু তাই নয়, আসন্ন রাখি বন্ধন উৎসবকে সামনে রেখে তিনি তৈরি করছেন রাখিও। যে রাখি বেশ কয়েক বছর ধরে নষ্ট হবে না।
পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির বাসিন্দা অনিন্দিতা চক্রবর্তী ষড়ঙ্গী। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের নাগরিপাদা এসসি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষিকা তিনি। নাচ এবং আবৃত্তি তার অন্তরের আত্মা। কিন্তু নিতান্তই সখের বসে তিনি শুরু করেছেন ক্লে দিয়ে জুয়েলারি বানানোর কাজ। শুধু তাই নয় অবসর সময়ে হাতে তৈরি এই জুয়েলারি বিক্রি করে মাসিক লাভ জুটছে শিক্ষিকার। করোনার সময় থেকে বিভিন্ন ভিডিও দেখে শিখেছেন জুয়েলারি তৈরি। গত চার মাস থেকে শুরু করেছেন ক্লে জুয়েলারি বানানোর কাজ। শুধু তাই নয় তিনি অন্যান্য জুয়েলারিও তৈরি করতে পারেন।
advertisement
advertisement
সামান্য খরচে এবং সামান্য কাঁচামাল দিয়েই এই জুয়েলারি বানাচ্ছেন তিনি। তবে গ্রামীণ এলাকার মহিলাদের দিচ্ছেন স্বনির্ভর হওয়ার ভাবনা। আগামীতে তিনি জঙ্গলমহলের প্রান্তিক গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করতে এই হ্যান্ডমেড জুয়েলারি তৈরির প্রশিক্ষণ দেবেন বলে চিন্তাভাবনা করছেন। প্রসঙ্গত ছোট থেকেই নাচের প্রতি ভালোবাসা তার। দুর্ঘটনায় একটি পায়ে আঘাত লাগলেও এখনও তিনি সময় করে নাচের অনুশীলন করেন। দুর্দান্ত আবৃত্তিও করতে পারেন। শুধু তাই নয় বাড়িতে সবাই ঘুমিয়ে পড়লে রাত পর্যন্ত চলে তার জুয়েলারি তৈরির কাজ।
advertisement
প্রসঙ্গত, এই রেজিন ক্লে বেশ কয়েক বছর পর্যন্ত নষ্ট হয় না। তার হাতে তৈরি গয়নার দাম রয়েছে ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে। এছাড়াও পছন্দের মত বানিয়ে দিচ্ছেন তিনি। রয়েছে বাচ্চাদের জন্য পেন্ডেন্ট, গয়নাও। তবে শিক্ষিকার অবসর যাপন এবং গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার এই বিশেষ ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: সবাই ঘুমিয়ে পড়লে এটাই করেন শিক্ষিকা, চলে রাত পর্যন্ত..., জানলে অবাক হবেন আপনিও
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement