West Medinipur News: মকর সংক্রান্তির সময় চাহিদা থাকে তুঙ্গে! বাড়ি বসে এই ২-৩টি জিনিস বানিয়ে লক্ষ্মীলাভ করেন বহু মানুষ, চাইলে আপনিও করতে পারেন

Last Updated:

West Medinipur News: মকর সংক্রান্তি এলেই এই গ্রামের মানুষদের ব্যস্ততা তুঙ্গে ওঠে। সারাদিন বাড়ির পুরুষদের সঙ্গে মহিলারাও কুলো, ঝুড়ি তৈরির কাজে হাত লাগান। সেখান থেকে যা রোজগার হয়, তাতেই চলে তাঁদের সংসারের খরচ।

+
ঝুড়ি,

ঝুড়ি, কুলো তৈরিতে ব্যস্ত

পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলাচ্ছে মানুষের রুচি। তবে বছরের এই নির্দিষ্ট সময়ে মকর পরবকে কেন্দ্র করে জঙ্গলমহলে এই সকল মানুষদের ভালই বিক্রি হয়। এই উৎসবের প্রায় একমাস আগে থেকে জঙ্গলমহলে তোড়জোড় শুরু হয়ে যায়। কারণ জঙ্গলমহলের প্রধান উৎসব এই পরব। আর এই উৎসবকেই ‘টার্গেট’ করেন এই গ্রামের মানুষজন। কারণ মকর পরবে তাঁদের লক্ষ্মীলাভ হয়। বিক্রি হয় তাঁদের হাতে তৈরি নানা জিনিস।
পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহর থেকে অনতিদূরে অবস্থিত ছোট্ট একটি গ্রামের মানুষজনের আয়-রোজগারের উৎস চালা বা কুলো অথবা বাঁশের ঝুড়ি তৈরি করা। সারা বছর সামান্য বিক্রি হলেও মূলত কালীপুজো এবং মকর সংক্রান্তির সময়ে ভাল বিক্রি হয়।
আরও পড়ুনঃ সৈনিক-পুলিশ নয়! কোলাঘাটে সিভিক ভলেন্টিয়ারকে গার্ড অফ অনার, গান স্যালুটে শেষ বিদায়, চোখের জলে ভাসল গোটা গ্রাম
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিনের পর দিন এসব জিনিসের চাহিদা কমছে। অন্যদিকে বাজারে বিভিন্ন ধরনের প্লাস্টিকের রমরমার কারণে রোজগার কমছে এই সকল মানুষদের। তবুও মেদিনীপুর শহরের কাছেই অবস্থিত বেলিয়া এবং বেলিয়া ভূঁইয়া হাতা দুই গ্রামের মানুষদের আয় রোজগারের উৎস কুলো কিংবা ঝুড়ি তৈরি করা। সারাদিন বাড়ির পুরুষদের সঙ্গে মহিলারাও এই কাজে হাত লাগান। সেখান থেকে যা রোজগার হয়, তাতেই চলে তাঁদের সংসারের খরচ।
advertisement
advertisement
বছরের নির্দিষ্ট সময়ে এই মানুষদের ভাল বিক্রি হয়। কালীপুজোর পর থেকে ধান কাটার কারণে বিক্রি হয় চালা কিংবা কুলোর। অন্যদিকে মকর সংক্রান্তিতেও ঝুড়ি কিংবা কুলো ভাল বিক্রি হয়। এতেই যেন তাঁদের সারা বছরের রোজগার হয়। বাঁশ কিনে এনে বিভিন্ন পদ্ধতিতে কুলো বা ঝুড়ি বানান এলাকার মানুষ। মূলত ধান কাটার মরশুমে, ধান ঝাড়া সহ একাধিক কাজে ব্যবহৃত হয় এই কুলো।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একইভাবে পান সহ অন্যান্য জিনিস বহন করার কাজে ব্যবহার করা হয় চালা অথবা ঝুড়ি। এক্ষেত্রে রোজগার বেশ কম। তবে আসন্ন মকর সংক্রান্তিকে কেন্দ্র করে এই গ্রামে ব্যস্ততা তুঙ্গে। সারাবছর তথৈবচ অবস্থায় থাকলেও এই সময় বেশ ভাল রোজগার হয় এই গ্রামের বাসিন্দাদের।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: মকর সংক্রান্তির সময় চাহিদা থাকে তুঙ্গে! বাড়ি বসে এই ২-৩টি জিনিস বানিয়ে লক্ষ্মীলাভ করেন বহু মানুষ, চাইলে আপনিও করতে পারেন
Next Article
advertisement
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার, কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !
ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত? মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার
  • ধুরন্ধর নিয়ে এত হইচই, কে ছিলেন রেহমান ডাকাত?

  • মায়ের গলা কেটেছিলেন পাক গ্যাংস্টার

  • কাটা মাথা দিয়ে ফুটবল খেলতেন !

VIEW MORE
advertisement
advertisement