West Medinipur News: এতদিনের মধ্যেই...! ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা! গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন সাংসদ দেব!
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
West Medinipur News: দীর্ঘদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। আগামী পাঁচ বছরে সম্পন্ন হবে ঘাটাল মাস্টার প্ল্যান, শুরু তোড়জোড় ।
পশ্চিম মেদিনীপুর: প্রতিবছর বর্ষায় বানভাসি হয় ঘাটাল। অথৈ জলে ডুবতে হয় লক্ষ লক্ষ মানুষকে। মাথা গোঁজার ঠাঁইটুকু হারিয়ে সর্বশান্ত হতে হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং পূর্ব মেদিনীপুরের বহু মানুষকে। বহু দশক ধরে সাধারণ মানুষের দাবি ঘাটাল মাস্টার প্ল্যান। শাসক বদলালেও হয়নি মাস্টার প্ল্যানের বাস্তবায়ন। নির্বাচনের আগে তৃণমূল প্রার্থী তথা দেব ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে জিতে তিনি প্রথমে কথা বললেন সেচ মন্ত্রী ও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে। কথা বলেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। আগামী পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ হবে সেই কাজ। যার ফলে বেশ কয়েক লক্ষ মানুষ বন্যার হাত থেকে মুক্তি পাবে।
প্রসঙ্গত, প্রতিবছর বন্যায় ক্ষতিগ্রস্ত হয় পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিস্তীর্ণ এলাকা। শিলাবতী, ঝুমি ও কংসাবতী নদীর জল বাড়লে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে থাকে। রূপনারায়ণ দিয়ে সেই জল বেরিয়ে গেলে সমস্যা কাটে। কিন্তু, তা না হওয়ায় এলাকাবাসী দুর্ভোগের মধ্যে পড়েন। জলের তলায় চলে যায় রাস্তাঘাট। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। ত্রাণ শিবির, প্রতিবেশীর পাকা বাড়ির ছাদে আশ্রয় নেন মানুষ। নৌকায় করে চলে যাতায়াত। তবে সকলের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। বাম সরকারের সময় সেই মাস্টার প্ল্যান রূপায়িত হয় কিন্তু এখনও বাস্তবায়িত হয়নি।
advertisement
advertisement
জানা গিয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান মূলত ঘাটালকে ঘিরে থাকা মূল নদী এবং শাখা নদীগুলির নিয়মিত ড্রেজিং করা। যাতে সেগুলির জলধারণ ক্ষমতা বাড়ে এবং বন্যার হাত থেকে ঘাটাল রক্ষা পায়। বিভিন্ন জায়গায় পাম্প হাউস তৈরি, নদীপথ সংস্কার করা, স্থানীয় খালগুলিতে স্থায়ী বাঁধ নির্মাণ, খাল সংস্কার।
advertisement
সেই সঙ্গে ঘাটালের নদী ও খাল গুলিতে লক গেট বাসানো এই প্রকল্পের লক্ষ্য। এ বিষয় নিয়ে সোমবার সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন দেব। আগামী সপ্তাহ থেকে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করার কাজ শুরু হবে। তবে দ্রুত সেই কাজ করে ঘাটালবাসীকে বন্যার হাত থেকে মুক্তি দেওয়ার আবেদন জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 14, 2024 5:42 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: এতদিনের মধ্যেই...! ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বড় ঘোষণা! গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন সাংসদ দেব!