Durga Puja 2025: থিমের ছড়াছড়ির মাঝেই আলাদা চমক ঘাটালে! ১২ লক্ষ টাকার বাজেটের 'এই' পুজো দেখার সুযোগ না হলে দেখে নিন

Last Updated:

চলছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। ঘাটাল জুড়ে নানা থিমের নানা পুজো। রয়েছে সাবেকিয়ানায় ছোঁয়ায় নানা বনেদি বাড়ির পুজোও।

+
শারদোৎসবে

শারদোৎসবে আনন্দে ভাসছে বাংলা

দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: চলছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। মেতে উঠেছে আপামর বঙ্গবাসী। ঘাটাল জুড়ে নানা থিমের নানা পুজো। রয়েছে সাবেকিয়ানায় ছোঁয়ায় নানা বনেদি বাড়ির পুজোও। তেমনই এক সর্বজনীন পুজোর একঝলক রইল আজকের প্রতিবেদনে।
চারিদিকে চলছে দেবী দুর্গার স্তোত্র পাঠ। সন্ধ‍্যা নামলেই একসঙ্গে ঠাকুর দেখতে বেরোনোর রেওয়াজ বাঙালি এখনও ভোলেনি। এক আলাদা উত্তেজনা কাজ করে। একটা একটা করে কেটে যাচ্ছে পুজোর দিনগুলো।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরের সোনামুই হাট কমিটির সর্বজনীন পুজো এবছর ৫৪ তম বর্ষে পদার্পণ করল। এ বছরের তাদের থিম আলোকবর্তিকা। পুজো কমিটির কথা অনুযায়ী বাজেট প্রায় ১২ লক্ষ টাকা। দূর থেকে দেখলে মনে হবে শোভাযাত্রা। এখন বেড়েছে দুর্গাপুজোর সংখ‍্যা সেই সঙ্গে বেড়ে চলেছে মানুষের উচ্ছ্বাস। কোথাও কোথাও চলছে আবার পুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কাজেই সেইসমস্ত মণ্ডপে ভিড় আরও বেশি। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরের সোনামুই হাট সর্বজনীন এবছর তাদের পুজো ৫৪ তম বর্ষে পদার্পণ করেছে। থিমকে ফুটিয়ে তুলেছেন আলোয় আলোয়। থিমের নাম আলোকবর্তিকা, বাজেট ১২ লক্ষ টাকা, এমনটাই দাবি কমিটির।
advertisement
জমে ওঠা পুজোর শেষ মুহূর্তের আনন্দ নিংড়ে নিতে সবাই মেতে উঠেছেন। নিয়মনীতি মেনেই চলছে পুজো। বলা চলে পুজো শেষের পথে তাই আবেগি বাঙালির মনে আসতে আসতে দুঃখ জায়গা পাচ্ছে এবং মন বলছে পুজো হবে হবেই ভাল ছিল। তবুও এখন শেষ মুহূর্তের আনন্দে মিশেছেন সবাই।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: থিমের ছড়াছড়ির মাঝেই আলাদা চমক ঘাটালে! ১২ লক্ষ টাকার বাজেটের 'এই' পুজো দেখার সুযোগ না হলে দেখে নিন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement