Road Accident: দুর্ঘটনা কমাতে উঠে পড়ে লাগল এই জেলা, কী হল জানেন?

Last Updated:

Road Accident: দ্রুতগতি এবং একাধিক কারণে পথ দুর্ঘটনার সংখ্যা এবং দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনা থেকে রেহাই পাচ্ছে না ৮ থেকে ৮০ কেউই। তবে সেই সংখ্যা কমাতে বদ্ধপরিকর প্রশাসন

আধিকারিকদের সঙ্গে বৈঠকে জেলাশাসক
আধিকারিকদের সঙ্গে বৈঠকে জেলাশাসক
পশ্চিম মেদিনীপুর: প্রতিদিনই বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। গাড়ির দৌরাত্ম্য কিংবা বেহাল রাস্তাঘাটের কারণে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে পথচারীদের। এই পরিস্থিতিতে দুর্ঘটনার সংখ্যা কমাতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন। বিভিন্ন দফতরের আধিকারিকদের নিয়ে বৈঠক করলেন জেলাশাসক।
দ্রুতগতি এবং একাধিক কারণে পথ দুর্ঘটনার সংখ্যা এবং দুর্ঘটনায় আহত ও নিহতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনা থেকে রেহাই পাচ্ছে না ৮ থেকে ৮০ কেউই। তবে সেই সংখ্যা কমাতে বদ্ধপরিকর প্রশাসন। বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকের পাশাপাশি একাধিক নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
advertisement
advertisement
পথ দুর্ঘটনার সংখ্যা কমতে এবং পথ নিরাপত্তা সুচিনিশ্চিত করতে বুধবার পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয়ে একটি বৈঠক হয়। জেলাশাসক ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক (সাধারণ), পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা, আরটিও, ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধি, জেলা স্বাস্থ্য আধিকারিকের প্রতিনিধি সহ অন্যান্য আধিকারিকরা। জেলায় পথ দুর্ঘটনা কমাতে সমস্ত আধিকারিককে দ্রুততার সঙ্গে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক।
advertisement
প্রসঙ্গত, বাইক আরোহীদের হেলমেট পরে বাইক চালানো, গাড়ির গতি, গাড়ির ফিটনে সহ একাধিক বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। মানুষের অসাবধানতার কারণে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটে। বিভিন্ন আইনি ব্যবস্থা পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
শুধু তাই নয়, বিভিন্ন রাস্তার পাশে পথ নির্দেশিকার সাইনবোর্ড যথাযথভাবে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সাইনবোর্ডে হেল্প লাইন নম্বর, নিকটবর্তী হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের নম্বর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, পথ নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে বিশেষ নজরদারির ব্যবস্থা করা, গাড়ির ফিটনেস পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: দুর্ঘটনা কমাতে উঠে পড়ে লাগল এই জেলা, কী হল জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement