পাত্তা দেয়নি প্রশাসন, ব্যবস্থা নেয়নি পুলিশ! এবার চোলাই বন্ধে রণংদেহী রূপে মহিলারা, পাশে দাঁড়াল গোটা গ্রাম
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
দাসপুরে কাঁসাই নদীর সেতুর দুই প্রান্তে গড়ে উঠেছে চোলাইয়ের আড্ডা। সকাল-সন্ধ্যা তো বটেই, গভীর রাত পর্যন্ত এলাকার বাইরের অসংখ্য মদ্যপ ব্যক্তি এখানে ভিড় জমায়।
দাসপুর, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: চোলাইয়ের ঠেক তুলে দিতে রাস্তায় নামলেন দাসপুরের মহিলারা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরে চোলাই মদের দৌরাত্ম্যে অতিষ্ঠ গ্রামবাসী। দীর্ঘদিন ধরে দাসপুর থানার কল্মীজোড় কুঞ্জপুর এলাকায় কাঁসাই নদীর সেতুর দুই প্রান্তে গড়ে উঠেছে চোলাইয়ের আড্ডা। সকাল-সন্ধ্যা তো বটেই, গভীর রাত পর্যন্ত এলাকার বাইরের অসংখ্য মদ্যপ ব্যক্তি এখানে ভিড় জমায়। ফলে নিরাপত্তাহীনতার চাপে রয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়া কিশোর-কিশোরীরা।
গ্রামবাসীদের অভিযোগ, বহুবার স্থানীয় পুলিশ ও প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনও সুরাহা। প্রতিনিয়ত নেশাগ্রস্তদের অশালীন আচরণ, মারামারি, গণ্ডগোলের জেরে সাধারণ মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। অবশেষে প্রতিবাদের পথেই হাঁটলেন এলাকার মহিলারা। রাতে কয়েকশো মহিলা হাতে ঝাঁটা, লাঠি, বঁটি ও কাটারি নিয়ে নেমে পড়েন রাস্তায়। তারা কল্মীজোড় ব্রিজের উপর অবরোধে বসেন। তাদের স্পষ্ট দাবি— যতদিন না এই চোলাইয়ের ঠেক উঠে যাচ্ছে, ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন।
advertisement
advertisement
অবরোধে শামিল পশ্চিম মেদিনীপুরের ওই মহিলারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “এবার যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তবে দেবী দুর্গার রণংদেহী রূপ দেখবে গোটা গ্রাম। প্রতীকী অবরোধ আজ শেষ, পরের পদক্ষেপ হবে চোলাই উচ্ছেদের সর্বাত্মক অভিযান।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চোলাই ব্যবসার কারণে এলাকায় অপরাধ প্রবণতা যেমন বেড়েছে, তেমনই শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াতও বিপদের মুখে পড়েছে। এদিনের মহিলা বিক্ষোভের ফলে প্রশাসনের উপর চাপ আরও বেড়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ কী পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে এলাকাবাসী। গ্রামবাসীরা জানান, সঠিক পদক্ষেপ না নেওয়া হলে তারা ফের পথে নামবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 2:21 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাত্তা দেয়নি প্রশাসন, ব্যবস্থা নেয়নি পুলিশ! এবার চোলাই বন্ধে রণংদেহী রূপে মহিলারা, পাশে দাঁড়াল গোটা গ্রাম