চোলাই খেয়ে ঘরে এসে বাড়াবাড়ি! যা করলেন মহিলারা, ছেড়ে মা কেঁদে বাঁচি অবস্থা কারবারিদের

Last Updated:

চোলাই মদ খেয়ে বাড়ির মহিলাদের মারধর, চোলাই মদের কারবার বন্ধ করতে একত্রিত হল গ্রামের SHG গ্রুপের মহিলারা, সঙ্গ দিলেন মহিলা পঞ্চায়েত সদস্যা।

+
চোলাই

চোলাই মদের কারবারে রুখে দাঁড়াল গ্রামের নারীশক্তি

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: চোলাই মদ খেয়ে বাড়ির মহিলাদের মারধর, চোলাই মদের কারবার বন্ধ করতে একত্রিত হল গ্রামের SHG গ্রুপের মহিলারা, সঙ্গ দিলেন মহিলা পঞ্চায়েত সদস্যা। গ্রামে চোলাই ঠেকে অভিযান SHG গ্রুপের মহিলাদের হানা। হঠাৎ করেই গ্রামের মহিলারা একত্রিত হয়ে হাতে লাঠি নিয়ে গ্রামের যে সমস্ত বাড়িতে চোলাই কারবার করা হয়, সেই সমস্ত বাড়িতে অভিযান চালায়। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দুই নম্বর ব্লকের দরবস্তি বালা গ্রামে।
মঙ্গলবার চোলাই মদ উদ্ধার করে নষ্ট করলেন মহিলারা। বেশ কিছু চোলাই উদ্ধারও করে তারা। গ্রুপের মহিলাদের সঙ্গে উপস্থিত ছিলেন কুঁয়াপুর চার নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা রমা আড়ি। যে সমস্ত বাড়িতে চোলাই মদ বিক্রি করা হয় তাদের বাড়ি বাড়ি গিয়েও ধমক দেওয়া হয়। মহিলাদের চোলাই অভিযানকে ঘিরে পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করে। এই চোলাই মদ খেয়ে বাচ্চা বাচ্চা ছেলেরাও নেশায় আসক্ত হয়ে পড়ছে, বাড়িতে নিত্যদিন ঝামেলা গণ্ডগোল লেগেই রয়েছে।
advertisement
advertisement
মদ বিক্রি বন্ধ করে ও গ্রামকে শান্তিতে রাখতে মহিলারা একত্রিত হয়ে রাস্তায় নামেন।মঙ্গলবার দুপুর থেকে শুরু হয় অভিযান। সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান। ঘটনাস্থল থেকেই খবর দেওয়া হয় প্রশাসনকে। দরবস্তীবালা গ্রামের বাসিন্দা ছলনা দলুই, তার অভিযোগ, তার স্বামী মঙ্গলবার গ্রামের একটি চোলাই ঠেকে মদ খেয়ে বাড়িতে গিয়ে তাকে মারধর করে। গ্রামের চোলাই কারবারিদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক দাবি তার। স্থানীয় পঞ্চায়েত সদস্যা রমা আড়ি জানান, “গ্রামে চোলাই মদের কারবারে অতিষ্ঠ বাড়ির মহিলারা। নিত্যদিন বাড়িতে অশান্তির ঘটনা ঘটছে, বাড়ির জিনিসপত্র বিক্রি করে চোলাইয়ের নেশায় বুঁদ হয়ে যাচ্ছে বাড়ির পুরুষ থেকে ছোটে ছোটো ছেলেরা। মহিলারা এতে অতিষ্ঠ হয়ে চোলাই মদের কারবার বন্ধে উদ্যোগ নিয়েছে, আমিও চাই এই জিনিস বন্ধ হোক।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এখন দেখার প্রশাসন কী পদক্ষেপ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ডেপুটি এক্সাইজ কালেক্টর ঘাটাল। যে বাড়িগুলোতে চোলাই বিক্রি হয়, সেখানে গিয়ে তল্লাশি করেন। বিভিন্ন এলাকায় তল্লাশি করে প্রায় ৫০ লিটার চোলাই মদ উদ্ধর করে বাজেয়াপ্ত করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চোলাই খেয়ে ঘরে এসে বাড়াবাড়ি! যা করলেন মহিলারা, ছেড়ে মা কেঁদে বাঁচি অবস্থা কারবারিদের
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement