West Medinipur News : গিটারই ভরসা, সংসার চালাতে এই কাজও করতে হয় সঙ্গতিহীন সঙ্গীতশিল্পীকে

Last Updated:

West Medinipur News : গিটার বাজিয়ে, বানিয়ে সংসার চালান এক যুবক, গান বাঁচিয়ে রেখেছে পরিবারকে।

+
সুব্রত

সুব্রত মন্ডল

রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর : ভোকাল মিউজিকের উপর স্নাতকোত্তর করেছেন। বসেছিলেন প্রফেসরির পরীক্ষায়। তবে সঙ্গ দেয়নি ভাগ্য। সামান্য মধ্যবিত্ত বাড়িতে আর সে অর্থে জোটেনি কোনও আড়ম্বর। ছোট থেকেই গান, বাজনার প্রতি ভাল লাগা থাকায় শুরু হয় গানের শিক্ষা। তবে বড় হতে সংসার চালাতে ভরসা গিটার তৈরি ও ছাত্র-ছাত্রীদের গিটার শিক্ষা দেওয়া। তিনি শিখেছেন গান। শিখেছেন কি বোর্ড, গিটার বাজানো। ছোট থেকেই পরিবারের রয়েছে সঙ্গীতের পরিবেশ। তবে সঙ্গে অর্থকষ্টও। সে সব তোয়াক্কা না করে পারিবারিক  ধারাকে জিইয়ে রেখেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার জামনা এলাকার এক যুবক। গিটার প্রশিক্ষণের পাশাপাশি গিটার বানিয়ে সংসারের হাল ধরেছেন তিনি। শুধু গিটার বাজানো কিংবা গান গাওয়া নয়, গান লিখে সুরও দেন তাতে।
জামনার বাসিন্দা সুব্রত মণ্ডল, ওরফে শুভ। সুব্রত শুধু গিটারিস্ট তা নয়, সুব্রত ভাল গান করেন, গান লিখে সুর দেন তাতে। বিভিন্ন ব্যান্ডে নানা গান লিখে পরিবেশন করেছেন তিনি। শুধু যে গিটারে সুর তুলে তা নয়, সুব্রত বাজাতে জানেন হারমোনিয়াম, কিবোর্ড-সহ একাধিক বাদ্যযন্ত্র। গানের জগতে সুব্রত থেকে শুভ বলেই চেনে সকলে। মায়ের কাছেই শুরু হয় তাঁর প্রাথমিক শিক্ষা। এর পর একে একে প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের থেকে নিয়েছেন তালিমও। সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। তবে পারিবারিক গানের ধারাকে টিকিয়ে রেখেছেন সুব্রত। মধ্যবিত্ত পরিবারে প্রধান বাধা অর্থকষ্ট বাধা দিতে পারেনি সুব্রতর মনের জোরকে।
advertisement
আরও পড়ুন : বাধা কেটে ফুটবে বিয়ের ফুল, এ বছরই বিয়ে হতে পারে এই ৫ রাশির জাতক জাতিকাদের
পড়াশোনা শেষ করে কলেজের অধ্যাপনার জন্য পরীক্ষাও দেন তিনি। তবে পাননি সাফল্য। বর্তমানে তিনি গান ও গিটার শেখান এলাকার ছাত্রছাত্রীদের। ধীরে ধীরে সংসারের বোঝা চাপছে সুব্রতর উপর। সংসার টানতে বাধ্য হয়ে গান, গিটার শেখানোর পাশাপাশি শুরু করেছেন গিটার তৈরির কাজ। শুধু মা নয়, বাবাও যুক্ত গান বাজনার সঙ্গে। সুব্রতর বাবার ছোট্ট চালের ব্যবসা আছে। তা থেকে যা রোজগার হত, সংসার চালিয়ে ছেলেকে বড় করে তুলেছেন তিনি। তবে বর্তমানে ছেলেকে উন্নতির শিখরে এগিয়ে দিতে চান তাঁর বাবা-মা।
advertisement
advertisement
অবসরে সুব্রত গান লিখে নিজেই সুর দেন। সেই গান রেকর্ড করে বিভিন্ন সামাজিক মাধ্যমে আপলোড করেন তিনি। তাঁর বাবা মায়ের ইচ্ছে ছিল বড় সঙ্গীতশিল্পী তৈরি হোক তাঁদের ছেলে। সংসার সামলাতে গ্রামের ঘরেই শুরু করেছেন ব্যবসা। সঙ্গে গানবাজনার চর্চাও। তবে ভাঙা ঘরে থেকে আদৌ কি আনন্দের সুর বাজবে, তা এখন প্রশ্ন!
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News : গিটারই ভরসা, সংসার চালাতে এই কাজও করতে হয় সঙ্গতিহীন সঙ্গীতশিল্পীকে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement