West Bengal: সর্বনাশ! জলে ওটা কী ভাসছে! এ তো 'দৈত্য'! দক্ষিণ ২৪ পরগনায় যা মিলল, মাথায় হাত সকলের
- Published by:Suman Biswas
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
West Bengal: ঘোড়ামারা থেকে যে তিমিটি ঠেলে জলে নামিয়েছিল স্থানীয়রা সেটি প্রায় ২০ ফুট লম্বা ছিল।
দক্ষিণ ২৪ পরগনা: সাগরদ্বীপের সুমতিনগরের সমুদ্র সৈকতে ভেসে এল একটি তিমি মাছের মৃতদেহ। এরপর এই তিমি মাছটি কি ঘোড়ামারা দ্বীপের সেই তিমি মাছ তা নিয়ে উঠেছে প্রশ্ন। ইতিমধ্যে তিমি মাছের মৃতদেহটি নিয়ে গিয়েছে বনদফতরের কর্মীরা।
এ নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, ‘‘তিমির মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য পাঠানো হবে। এটা গত সপ্তাহে উদ্ধার হওয়া তিমির দেহ কিনা, এখনই বলা মুশকিল।’’
ঘোড়ামারা থেকে যে তিমিটি ঠেলে জলে নামিয়েছিল স্থানীয়রা সেটি প্রায় ২০ ফুট লম্বা ছিল। এদিকে সাগরে উদ্ধার হওয়া মৃত তিমিটিও প্রায় ২০ ফুট লম্বা। দেহে পচন ধরে গিয়েছিল। দুর্গন্ধ বার হচ্ছিল এমন দাবি প্রত্যক্ষদর্শীদের।
advertisement
advertisement
আরও পড়ুন: পৃথিবীর একমাত্র প্রাণী, যার মৃত্যু নেই! বলুন তো কে? নামটা শোনামাত্রই তাজ্জব হয়ে যাবেন নিশ্চিত!
গত বুধবার ঘোড়ামারা দ্বীপের রায়পাড়ায় মুড়িগঙ্গার চরে একটি ২০ ফুট তিমির দেখা মেলে। গ্রামবাসীরা তিমিটিকে নদীতে ছেড়ে দেন। পরের দিন তিমির দেখা মেলে কাকদ্বীপের লক্ষ্মীপুরে, হুগলি নদীর চরে।
এরপর বন দফতরের কর্মীরা তাকে উদ্ধার করে বকখালি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে, সমুদ্রে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিলেন। এরপর নতুন করে সাগর থেকে এই তিমির দেহটি উদ্ধার হয়েছে। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
—- নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2025 8:22 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal: সর্বনাশ! জলে ওটা কী ভাসছে! এ তো 'দৈত্য'! দক্ষিণ ২৪ পরগনায় যা মিলল, মাথায় হাত সকলের