West Bengal Weather Update: কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন

Last Updated:

আজ, বৃহস্পতিবার কালীপুজোর দিন কলকাতাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়
কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়
বিশ্বজিৎ সাহা, কলকাতা: দুর্গাপুজোর সময় কলকাতায় তেমন বৃষ্টি হয়নি। তবে কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। অন্য দিকে, কালীপুজোর আগে খানিক শীতের আমেজ অনুভূত হচ্ছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আজ, বৃহস্পতিবার কালীপুজোর দিন কলকাতাতেও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আট জেলায়। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় কালীপুজোতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
advertisement
কালীপুজো ও দীপাবলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভাইফোঁটাতে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে রাজ্যে। উইকেন্ড থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া। পার্বত্য কয়েকটি জেলা ছাড়া বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
advertisement
কলকাতায় আজ, বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। কালীপুজোতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তারপর ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার শুরু।
রবিবার ভাইফোঁটার দিন শুষ্ক আবহাওয়া থাকবে ৷ বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত পরিষ্কার আকাশ। দুপুরের পর কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা অবশ্য সামান্য রয়েছে শহরে। হালকা বৃষ্টি সামান্য সময়ের জন্য হতে পারে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। কমবে আর্দ্রতাজনিত অস্বস্তিও।
advertisement
আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে সামান্য ১.২ মিলিমিটার।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Weather Update: কালীপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস কয়েক জেলায়, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement