এ সুজন সে সুজন নয়, টেট-পাশ সুজন চক্রবর্তীর খোঁজ করতে গিয়ে অদ্ভুত কাণ্ড হাবরায়

Last Updated:

বাম নেতা সুজন চক্রবর্তীর টেট পাশ নিয়ে খোঁজ নিতে গিয়ে সামনে এসেছে আসল তথ্য। অবশেষে খোঁজ মিলল আসল সুজন চক্রবর্তীর।

সুজন চক্রবর্তী নাম নিয়ে দারুণ কাণ্ড!
সুজন চক্রবর্তী নাম নিয়ে দারুণ কাণ্ড!
#হাবরা: শেক্সপিয়রের কথায়, 'হোয়াটস ইন আ নেম...'। কিন্তু বাস্তবে এই নাম বিভ্রাটের জেরেই অদ্ভুত কাণ্ড ঘটছে। অন্তত রাজ্যে সদ্য প্রকাশিত ২০১৪ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের তালিকায় মতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যেপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিত শাহ, সুজন চক্রবর্তীদের নাম থাকার পর থেকে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। বাম নেতা সুজন চক্রবর্তীর টেট পাশ নিয়ে খোঁজ নিতে গিয়ে সামনে এসেছে আসল তথ্য। অবশেষে খোঁজ মিলল আসল সুজন চক্রবর্তীর।
এবার টেট উত্তীর্ণ প্রার্থী তালিকায় নাম রয়েছে CPIM নেতা সুজন চক্রবর্তীর। গত সোমবার থেকে সকলে এমনটাই জানেন। কিন্তু টেট উত্তীর্ণ প্রার্থী তালিকায় নাম থাকা সুজন চক্রবর্তী আর CPIM নেতা সুজন চক্রবর্তীর মধ্যে রয়েছে অনেক তফাৎ। এ সুজন সে সুজন নয়, এই সুজন চক্রবর্তী হলেন হাবরার বাসিন্দা মধ্যবিত্ত ঘরের ছেলে সুজন চক্রবর্তী।
advertisement
আসল সুজন ও তাঁর পরিবার আসল সুজন ও তাঁর পরিবার
advertisement
আরও পড়ুন: TET-এর পর এবার D.El.Ed. পরীক্ষা নিয়ে বিরাট পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের, জানুন
টেট-কাণ্ডে ইতিমধ্যে নাম জড়িয়ে সংবাদমাধ্যমের চর্চার বিষয় হয়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের নাম। তার মধ্যে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ-সহ একাধিক নাম। আর তা জেনেই এবার নামবিভ্রাটের গ্যারাকলে পরলেন হাবরার কামারথুবার বাসিন্দা সুজন চক্রবর্তী। গত দু'দিন ধরে দিনে রাতে যখন তখন আসছে ফোন। দিনে পঞ্চাশ থেকে ৬০টি করে ফোন আসছে গত কয়েকদিনে। এই পরিস্থিতিতে বেজায় সমস্যায় পড়েছে গোটা পরিবার। এখন রীতিমতো সাধারণ মানুষদের উদ্দেশ্যে আবেদন জানাচ্ছেন পেশায় সহযোগী শিক্ষক হাবরার এই সুজন চক্রবর্তী।
advertisement
আরও পড়ুন: ব্যাঙ্কে চাকরির স্বপ্নপূরণ করতে চান? প্রবেশনারি অফিসার নিয়োগ হচ্ছে, জানুন
অনেকেই এখন তাঁকে ভাবছেন তিনি সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এবং তাঁর নামই টেট তালিকায় রয়েছে। ইতিমধ্যে বহু সাংবাদিকের ফোন এসেছে। শিক্ষা দফতরের থেকেও বিষয়টি নিশ্চিত করার জন্য ফোন করা হয়েছিল বলে জানান সুজনবাবু। গত কয়েকদিনে সাধারণ জীবন অনেকটাই বিশৃঙ্খলার মধ্যে পড়েছে এই নামবিভ্রাটের কারণে। এখন তিনি কী করবেন বুঝে উঠতে না পেরে সংবাদমাধ্যমের কাছেই দ্বারস্থ হয়েছেন বিষয়টি খোলসা করতে। তাঁকে যাতে আর বিরক্ত না করা হয়, সেই আবেদনও করেছেন তিনি।
advertisement
জিয়াউল আলম
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
এ সুজন সে সুজন নয়, টেট-পাশ সুজন চক্রবর্তীর খোঁজ করতে গিয়ে অদ্ভুত কাণ্ড হাবরায়
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement