'অপরাধীরা শাস্তি পাবেই, নির্যাতিতার যন্ত্রণা যতটা ওড়িশার, ততটা আমাদেরও', দুর্গাপুর কাণ্ডে বার্তা পুলিশের

Last Updated:

Medical college student raped: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় এবার বার্তা দিল পশ্চিমবঙ্গ পুলিশ। দোষীদের শাস্তির আশ্বাস দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে পুলিশ।

কী বলল রাজ্য পুলিশ?
কী বলল রাজ্য পুলিশ?
কলকাতা: দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় এবার বার্তা দিল পশ্চিমবঙ্গ পুলিশ। দোষীদের শাস্তির আশ্বাস দিয়ে পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে পুলিশ।
advertisement
আমরা ওড়িশার এক ডাক্তারি পড়ুয়ার উপর দুর্গাপুরে ঘটে যাওয়া যৌন নির্যাতনের ঘটনায় গভীরভাবে মর্মাহত এবং সবাইকে আশ্বস্ত করতে চাই যে অপরাধীরা শাস্তি পাবেই। নির্যাতিতার যন্ত্রণা যতটা ওড়িশার, ততটা আমাদেরও। অপরাধীদের বিচারের আওতায় আনতে আমরা সব পদক্ষেপ করব। নির্যাতিতা সুস্থ হয়ে উঠছেন এবং পরিবারকে সব ধরনের সহায়তা করা হচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করছি এই বিষয়ে কোনও তথ্য যাচাই না করে শেয়ার করবেন না। পশ্চিমবঙ্গ পুলিশ মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
কলেজের পক্ষ থেকে জানা গিয়েছে, শুক্রবার রাতে ৭টা ৫৮ মিনিটে রাতের খাবার খেতে বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়ে জঙ্গলে যান ওই ছাত্রী। এর মধ্যে একজন রাতে ৮টা ৪২ নাগাদ ফিরে আসেন। নির্যাতিতা রাত ৮টা ৪৮ নাগাদ ফের ক্যাম্পাসের বাইরে যান। পরে বন্ধুর সঙ্গে ওই নির্যাতিতা ফিরে আসেন রাত ৯টা ২৯ নাগাদ।
advertisement
কলেজ কর্তৃপক্ষের দাবি, তারপরে তারা জানতে পারেন যখন নির্যাতিতা ক্যাম্পাসের বাইরে ছিলেন তখন ধর্ষণের শিকার হন। তারপরে নির্যাতিতার চিকিৎসার ব্যবস্থা করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই ঘটনায় মেডিক্যাল কলেজ জানিয়েছে, তারা নির্যাতিতা ছাত্রীর সব রকম শারীরিক এবং মানসিক চিকিৎসার ব্যবস্থা করবে। পাশাপাশি তদন্তে সব রকম সহায়তা করবে এবং গণধর্ষণের ঘটনায় স্বচ্ছভাবে সব রকম তথ্য দিয়ে সাহায্য করবে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'অপরাধীরা শাস্তি পাবেই, নির্যাতিতার যন্ত্রণা যতটা ওড়িশার, ততটা আমাদেরও', দুর্গাপুর কাণ্ডে বার্তা পুলিশের
Next Article
advertisement
Purba Bardhaman News: 'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যের পর তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
'ছায়াশত্রু' কারা? বিতর্কিত মন্তব্যে তৃণমূলে ঝড়, ব্যাখ্যা দিলেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ
  • এবার 'ছায়া' শত্রুর নাম সামনে আনলেন পূর্ব বর্ধমান জেলার তৃণমূলে কংগ্রেসের  সভাপতি  রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বর্ধমানে দলের বিজয়া সম্মেলনে তিনি বলেছিলেন, 'এখন লড়াই বাম আমলের থেকেও কঠিন। এখন ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে।'

VIEW MORE
advertisement
advertisement