West Bengal news: প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে জঙ্গলে লুকিয়ে ছিল দুষ্কৃতীরা, পুলিশ যেতে বিরাট চক্রের পর্দাফাঁস
- Published by:Ratnadeep Ray
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
West Bengal news: ডাকাতির ছক বানচাল করল বর্ধমান থানার পুলিশ। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। এই ঘটনায় চার জন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের এদিন বর্ধমান আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নিয়ে তাদের এখন জেরা করবে পুলিশ।
বর্ধমান: ডাকাতির ছক বানচাল করল বর্ধমান থানার পুলিশ। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য সরঞ্জাম। এই ঘটনায় চার জন দুষ্কৃতীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতদের এদিন বর্ধমান আদালতে তোলা হয়। নিজেদের হেফাজতে নিয়ে তাদের এখন জেরা করবে পুলিশ। তারা কতদিন এই কাজের সঙ্গে যুক্ত, আর কোন কোন অপরাধ তারা করেছে সে সব ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ চার জন দুষ্কৃতকারীকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। ধৃত শেখ মিরাজ, রাজা ভূইয়া, বিজয় ভৌমিক বর্ধমান শহরের বাসিন্দা এবং সুদীপ দাস আসানসোলের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শর্টার পিস্তল, একটি গুলি, ভোজালি, নাইলনের দড়ি ও লাঠি। ধৃতদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রুজু করে শনিবার বর্ধমান আদালতে পেশ করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবর আসে রাতে এনএইচ ২ বি জাতীয় সড়ক সংলগ্ন বীরপুর রেল লাইনের কাছে জঙ্গলে জন দশেক দুষ্কৃতকারী একত্রিত হয়েছে ডাকাতি করার উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে পুলিশের বিশেষ বাহিনী অভিযান চালায়। বাকিরা চম্পট দিলেও ৪ জনকে ধরে ফেলে পুলিশ। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে অন্যান্য থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে।
advertisement
অভিযানে অংশ নেওয়া এক পুলিশ অফিসার জানান, মধ্যরাতে খবর আসে বীরপুর রেল লাইনের কাছে কয়েক জন দুষ্কৃতী জমায়েত হয়েছে। রাস্তায় যাতায়াত করা গাড়ি আটকে সেখানে ডাকাতি করাই তাদের উদ্দেশ্য বলে জানতে পারি আমরা। সেই তথ্য আসার পরই অভিযান শুরু হয়। পুলিশের গাড়ি দেখে তারা চম্পট দেওয়ার চেষ্টা করে। কয়েক জন পালাতে সক্ষম হয়। তবে চার জনকে আগ্নেয়াস্ত্র সহ ধরা সম্ভব হয়েছে। এই দলে আর কারা কারা ছিল, তাদের নাম পরিচয় জানতে ধৃতদের বিস্তারিত জেরা করা হবে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 27, 2025 12:29 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে জঙ্গলে লুকিয়ে ছিল দুষ্কৃতীরা, পুলিশ যেতে বিরাট চক্রের পর্দাফাঁস