West Bengal News: পুজোর হাত খরচের টাকা জোগাড় করতে এ কী করল কিশোর! নষ্ট হয়ে গেল গোটা জীবনটাই, বাড়িতে পড়ে একাকী বৃদ্ধার ভয়ঙ্কর দেহ

Last Updated:

West Bengal News: পটাশপুরে অমরপুর গ্রামের বৃদ্ধা গৌরীবালা কর (৮২) একা বাড়িতে থাকেতেন। স্বামীর কয়েক বছর আগে মৃত্যু হয়েছে।

প্রতীকী চিত্র (AI)
প্রতীকী চিত্র (AI)
পঙ্কজ দাশ রথী, পটাশপুর: পুজোয় হাত খরচের টাকা জোগাড় করতে একাকী অসুস্থ বৃদ্ধার বাড়িতে ঢুকে চুরি করছিল বছর পনেরো কিশোর। চিনে ফেলায় অসুস্থ বৃদ্ধার গলায় লাইলনের দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন করল কিশোর দুষ্কৃতী। পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতাররা হয়েছেপুজোর মধ্যেই একাকী বৃদ্ধার খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পটাশপুরে
advertisement
পটাশপুরে অমরপুর গ্রামের বৃদ্ধা গৌরীবালা কর (৮২) একা বাড়িতে থাকেতেন। স্বামীর কয়েক বছর আগে মৃত্যু হয়েছে। দুই ছেলে কর্মসূত্রে পরিবার নিয়ে কলকাতায় থাকেন। অসুস্থতার কারণে বৃদ্ধা বছর খানেক হল হাঁটাচলা করতে পারেন না। মা-কে দেখাশোনার জন্য গ্রামের এক মহিলাকে রেখেছেন বৃদ্ধার বড় ছেলে। সেই মহিলা দুবেলা রান্না করা সহ বৃদ্ধার দেখাভাল করেন। মাস তিনেক আগে বৃদ্ধার বাড়িতে রাতে ঢুকে কয়েক হাজার টাকা চুরি করেছিল প্রতিবেশী বছর পনেরোর অভিযুক্ত কিশোর সুরজিত দাস অধিকারী
advertisement
advertisement
সেই সময় বৃদ্ধা কিশোরকে চিনে ফেলেছিল। পরবর্তীতে গ্রামবাসীরা ধরপাকড় করে কিশোরের কাছ থেকে চুরির করা কয়েক হাজার টাকা উদ্ধার করেছিল। গ্রামে আকছার লোকজনের বাড়িতে চুরি করত সেপুজোয় হাত খরচের জন্য শনিবার পঞ্চমীর রাতে বৃদ্ধার বাড়িতে ফের চুরি করতে যায় অভিযুক্ত সুরজিতপুলিশ সূত্রে খবর, বৃদ্ধা সুরজিতকে চিনে ফেলেছিলেন। ফের কেন বাড়িতে চুরি করতে এসেছে, বিছানায় বসে বৃদ্ধা কিশোরকে প্রশ্ন করেন। বৃদ্ধার কথায় কর্ণপাত পা করে ব্যাগপত্র টেনে টাকা পয়সা চুরি করে সে
advertisement
গতবার চুরির ঘটনায় তার নাম বৃদ্ধা প্রতিবেশীদের জানিয়ে দিয়েছিলেনতখন তাকে মারধর করে টাকা পয়সা উদ্ধার করহয়েছিল। এবারও বৃদ্ধা তাকে চিনতে পারায় ফের বিষয়টি জানাজানির সম্ভাবনা তৈরী হওয়ায় ভয় পেয়ে যায় সুরজিত। চুরির তথ্য প্রমাণ লোপাটে অসুস্থ বৃদ্ধাকে খুনের পরিকল্পনা করে ওই কিশোর। প্রথমে বিছানায় বৃদ্ধার মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে। বৃদ্ধার সঙ্গে কিশোরের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি বেগতিক বুঝে লাইলনের দড়ি দিয়ে বৃদ্ধার গলায় পেঁচিয়ে গিট মেরে পালিয়ে যায় অভিযুক্ত কিশোর। এই অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়। রাতে প্রতিবেশী এক ব্যক্তি বৃদ্ধার বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ । বাড়ির ভিতরে ঢুকে দেখেন বৃদ্ধা মৃত অবস্থায় অগোছালো বিছানায় পড়ে রয়েছে। রাতে পুলিশ এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। সকালে আটক করা হয় সন্দেহভাজন কিশোরকে। মৃতার বড় ছেলে রবিবার থানায় খুনের অভিযোদায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কিশোর সুরজিত দাস অধিকারীকে পুলিশ গ্রেফতার করেছে। দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছেপুজো মধ্যে একাকী বৃদ্ধার খুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: পুজোর হাত খরচের টাকা জোগাড় করতে এ কী করল কিশোর! নষ্ট হয়ে গেল গোটা জীবনটাই, বাড়িতে পড়ে একাকী বৃদ্ধার ভয়ঙ্কর দেহ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement