বর্ধমান: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে স্কুলের অভাব অভিযোগের কথা শুনলেন মন্ত্রী স্বপন দেবনাথ। দ্রুত তা সমাধানেরও নির্দেশ দিলেন। সেইসঙ্গে এলাকার বাসিন্দাদের পাশে থেকে সরকারি প্রকল্পের সব সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা সে ব্যাপারে জনপ্রতিনিধিদের খোঁজ খবরের নির্দেশ দিলেন তিনি। পূর্বস্থলী-১ ব্লকের নসরৎপুর পঞ্চায়েত এলাকায় ওই কর্মসূচি হল। সেখানে মন্ত্রী ছাড়াও ব্লক তৃণমূল সভাপতি নবকুমার কর, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চায়েতে গিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী স্বপন দেবনাথ। জনপ্রতিনিধিদের পরিষ্কার জানিয়ে দেন, অনুমোদনপ্রাপ্ত কাজ দ্রুত শেষ করতে হবে। সেসব কাজ ফেলে রাখা যাবে না। কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। বিকেলে কর্মীদের সঙ্গে বৈঠক ও সভা করেন। তিনি বলেন, ঘরে বসে রাজনীতি নয়, বাড়ি বাড়ি ঘুরে মানুষের পাশে থেকে জনসংযোগ করতে হবে। বিপদে আপদে বাসিন্দাদের পাশে থাকতে হবে। সরকারি প্রকল্পের আরও প্রচার করতে হবে। মন্ত্রী আরও বলেন, দিদির দূতেরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন। কোনও প্রকল্প থেকে কেউ বাদ গেলে তার তালিকা তৈরি করা হচ্ছে। সমস্যার কথা শুনছেন।
সকালে পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকায় বড় মসজিদে প্রার্থনায় অংশ নেন মন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনেন। তারপর নসরৎপুর পারুলডাঙা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ মন্ত্রীকে জানায়, সাড়ে ১৭ লক্ষ টাকা ব্যয়ে দু'টি পানীয় জলের পাম্প বসানোর কথা থাকলেও এখনও জল পরিষেবা মিলছে না। বৈঠক থেকেই মন্ত্রী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। দ্রুত পরিষেবা চালুর আশ্বাস দেন।
আরও পড়ুন: আপনি কতটা বুদ্ধিমান? মাত্র এই 'তিনটি' প্রশ্নেই লুকিয়ে রয়েছে উত্তর! পরীক্ষা করে দেখতে চান?
এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩৭০০। তাই স্কুল দু'টি ইউনিটে ভাগ করে ছাত্রছাত্রীদের আলাদা পড়ানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী। বিদ্যালয়ে একটি সাইকেল শেড তৈরির জন্য মন্ত্রীর কাছে আবেদন জানান শিক্ষকরা। তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। মন্ত্রীর এই উদ্যোগে খুশি স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।