West Bengal News: কাজ দ্রুত শেষ করার নির্দেশ, স্কুলে গিয়ে অভাব অভিযোগ শুনলেন মন্ত্রী

Last Updated:

West Bengal News: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে স্কুলের অভাব অভিযোগের কথা শুনলেন মন্ত্রী স্বপন দেবনাথ। দ্রুত তা সমাধানেরও নির্দেশ দিলেন।

স্কুল পরিদর্শনে মন্ত্রী
স্কুল পরিদর্শনে মন্ত্রী
বর্ধমান: দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে স্কুলের অভাব অভিযোগের কথা শুনলেন মন্ত্রী স্বপন দেবনাথ। দ্রুত তা সমাধানেরও নির্দেশ দিলেন। সেইসঙ্গে এলাকার বাসিন্দাদের পাশে থেকে সরকারি প্রকল্পের সব সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা সে ব্যাপারে জনপ্রতিনিধিদের খোঁজ খবরের নির্দেশ দিলেন তিনি। পূর্বস্থলী-১ ব্লকের নসরৎপুর পঞ্চায়েত এলাকায় ওই কর্মসূচি হল। সেখানে মন্ত্রী ছাড়াও ব্লক তৃণমূল সভাপতি নবকুমার কর, পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চায়েতে গিয়ে জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী স্বপন দেবনাথ। জনপ্রতিনিধিদের পরিষ্কার জানিয়ে দেন, অনুমোদনপ্রাপ্ত কাজ দ্রুত শেষ করতে হবে। সেসব কাজ ফেলে রাখা যাবে না। কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না। বিকেলে কর্মীদের সঙ্গে বৈঠক ও সভা করেন। তিনি বলেন, ঘরে বসে রাজনীতি নয়, বাড়ি বাড়ি ঘুরে মানুষের পাশে থেকে জনসংযোগ করতে হবে। বিপদে আপদে বাসিন্দাদের পাশে থাকতে হবে। সরকারি প্রকল্পের আরও প্রচার করতে হবে। মন্ত্রী আরও বলেন, দিদির দূতেরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নিচ্ছেন। কোনও প্রকল্প থেকে কেউ বাদ গেলে তার তালিকা তৈরি করা হচ্ছে। সমস্যার কথা শুনছেন।
advertisement
advertisement
সকালে পঞ্চায়েতের ডাঙাপাড়া এলাকায় বড় মসজিদে প্রার্থনায় অংশ নেন মন্ত্রী। স্থানীয় বাসিন্দাদের অভাব-অভিযোগ শোনেন। তারপর নসরৎপুর পারুলডাঙা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ মন্ত্রীকে জানায়, সাড়ে ১৭ লক্ষ টাকা ব্যয়ে দু'টি পানীয় জলের পাম্প বসানোর কথা থাকলেও এখনও জল পরিষেবা মিলছে না। বৈঠক থেকেই মন্ত্রী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। দ্রুত পরিষেবা চালুর আশ্বাস দেন।
advertisement
এই স্কুলে পড়ুয়ার সংখ্যা ৩৭০০। তাই স্কুল দু'টি ইউনিটে ভাগ করে ছাত্রছাত্রীদের আলাদা পড়ানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন মন্ত্রী। বিদ্যালয়ে একটি সাইকেল শেড তৈরির জন্য মন্ত্রীর কাছে আবেদন জানান শিক্ষকরা। তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন। মন্ত্রীর এই উদ্যোগে খুশি স্কুলের শিক্ষক ও অভিভাবকরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: কাজ দ্রুত শেষ করার নির্দেশ, স্কুলে গিয়ে অভাব অভিযোগ শুনলেন মন্ত্রী
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement