West Bengal News: জীবন্ত মামার জন্য কবর খুঁড়ল ভাগ্নে! তারপর... কুপার্সের ঘটনায় ভয়ে কাঁপছে গোটা এলাকা!

Last Updated:

West Bengal News: বুধবার রাতে অভিযুক্ত ওই ভাগ্নের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মামাকে।

প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
#কুপার্স: মামার মৃত্যুর আগেই রান্না ঘরে গর্ত খুঁড়ে রাখল গুণধর ভাগ্নে! খোঁজ পেয়ে ঘরের মধ্যে থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার মামা, হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মামাকে। নদীয়ার রানাঘাট থানার কুপার্স পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘটনা।
বুধবার রাতে অভিযুক্ত ওই ভাগ্নের ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় মামাকে। ঘরের সামনের রান্না ঘরের মধ্যেই দেখা যায় মাটি খুঁড়ে গর্ত করে রাখা হয়েছে। বুধবার রাতেই গাংনাপুর থেকে ভাগ্নেকে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ। ধৃত ভাগ্নের নাম বিপুল মণ্ডল (৩৫)। মৃত মামার নাম মন্টু শিকদার (৫৫)।
advertisement
advertisement
ভাগ্নে বিপুল মণ্ডলের সঙ্গে মামা মন্টু শিকদার থাকত বলে জানা গিয়েছে।
মৃত মন্টু শিকদারের স্ত্রীর মৃত্যুর পরে ভাগ্নের সঙ্গে থাকতেন তিনি।
অভিযোগ গত কয়েকদিন ধরে মামাকে এলাকায় দেখা যাচ্ছিল না। এর পরেই আত্মীয় ও প্রতিবেশীদের সন্দেহ হয়। গতকালই খোঁজখবর শুরু করে আত্মীয় ও প্রতিবেশীরা। তখনই ভাগ্নের কথায় অসঙ্গতি ধরা পড়ে। অবস্থা বেগতিক বুঝে ভাগ্নে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বন্ধ ঘর থেকে মামাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে কুপার্স ফাঁড়ির পুলিশ। নিয়ে যাওয়া হয় রানাঘাট মহাকুমা হাসপাতালে। সেখানেই মামাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।
advertisement
স্থানীয় ও আত্মীয়দের দাবি, মামাকে কবর দিয়ে দেহ লোপাট করতেই মাটি খুঁড়ে গর্ত করা হয়েছিল। ভাগ্নের বিরুদ্ধে আত্মীয়দের প্রাথমিক অভিযোগ, মামার সম্পত্তি ও টাকা হাতানোর উদ্দেশ্যেই এই পরিকল্পনা করেছিল ভাগ্নে। অভিযুক্ত ভাগ্নের নাবালিকা মেয়ের অভিযোগ, কিছুদিন আগে দুজন লোক এসে দাদুকে মিষ্টি খাওয়ায়। তারপর থেকেই দাদু অসুস্থ। দাদুকে খেতে দিত না। বাবা রান্নাঘরে মাটি খুঁড়ে গর্ত করেছে।
advertisement
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: জীবন্ত মামার জন্য কবর খুঁড়ল ভাগ্নে! তারপর... কুপার্সের ঘটনায় ভয়ে কাঁপছে গোটা এলাকা!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement