Panchayat Services: পঞ্চায়েতের সার্টিফিকেট পাওয়া এবার আরও সহজ, অনলাইনেই মিলবে সব কিছু
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Panchayat Services: এবার পঞ্চায়েতের সার্টিফিকেট পাওয়া হয়ে উঠল আরোও সহজ। অনলাইনে আবেদন করলেই মিলবে সবকিছু। ছয় ধরণের সার্টিফিকেট পাওয়া যাবে অনলাইনে।
এবার পঞ্চায়েতের সার্টিফিকেট পাওয়া হয়ে উঠল আরও সহজ। অনলাইনে আবেদন করলেই মিলবে সবকিছু। ছয় ধরনের সার্টিফিকেট পাওয়া যাবে অনলাইনে।
আগে সার্টিফিকেটের জন্য অনেক কাঠখড় পোড়াতে হত। সেই হয়রানির দিন এবার শেষ। আর হয়রানির শিকার হতে হবে না সাধারণ মানুষকে। পঞ্চায়েতি ব্যবস্থার ডিজিটালাইজেশনের পথে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হতে চলেছে।
advertisement
মোট ছয় ধরনের শংসাপত্র মিলবে এখান থেকে জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য প্রধানের শংসাপত্র, ডিসট্যান্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট।
advertisement
তবে অনলাইনে এগুলি পাওয়ার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া আছে। এগুলি পেতে গেলে গ্রাহককে মোবাইল নম্বর এবং কিছু তথ্য নথিভুক্ত করতে হবে। মোবাইল নম্বরে ওটিপি গেলে তারপরে শংসাপত্র নিতে পারবেন গ্রাহক।
এই উদ্যোগ গ্রামাঞ্চলের নাগরিকদের জন্য খুবই সুবিধাজনক হবে। তারা বাড়িতে বসেই সবকিছু করতে পারবে। পঞ্চায়েত দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই সহজে এই কাজ হবে। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের সিটিজেন কর্নারে গিয়ে এই আবেদন করতে হবে। এর ফলে সহজেই মিলবে এই ছয় প্রকার সার্টিফিকেট।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 28, 2024 1:29 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Panchayat Services: পঞ্চায়েতের সার্টিফিকেট পাওয়া এবার আরও সহজ, অনলাইনেই মিলবে সব কিছু