Bus Strike: হঠাৎই বাস ধর্মঘট রাজ্যের গুরুত্বপূর্ণ রুটে, কারণ জানলে অবাক হবেন
- Published by:Ratnadeep Ray
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
Bus Strike: বার বার আবেদন নিবেদনেও কাজ হয়নি। এবার প্রতিবাদের পথ বেছে নেওয়া হল। হঠাৎই এই রুটে বন্ধ হয়ে গেল বাস চলাচল। চরম সমস্যার মধ্যে পড়লেন নিত্যযাত্রীরা। আগাম কিছু না জানিয়ে অফিস দিনে বাস চালক কর্মীদের বাস ধর্মঘটে চূড়ান্ত নাকাল হলেন যাত্রীরা।
বর্ধমান: বার বার আবেদন নিবেদনেও কাজ হয়নি। এবার প্রতিবাদের পথ বেছে নেওয়া হল। হঠাৎই এই রুটে বন্ধ হয়ে গেল বাস চলাচল। চরম সমস্যার মধ্যে পড়লেন নিত্যযাত্রীরা। আগাম কিছু না জানিয়ে অফিস দিনে বাস চালক কর্মীদের বাস ধর্মঘটে চূড়ান্ত নাকাল হলেন যাত্রীরা।
কোন রুটে ঘটল এমন ঘটনা? কেন এই সিদ্ধান্ত নিতে হল? হঠাৎই বুধবার বাস চলাচল বন্ধ করে দেওয়া হল বর্ধমান-কালনা রুটে। ষাট কিলোমিটার দীর্ঘ এই রুটে রয়েছে অগণিত হাম্প। তার জেরে সব সময় বাস নিয়ে যেতে গিয়ে ব্যাপক সমস্যার মধ্যে পড়ছে চালকরা। একই সাথে কালনা থেকে বর্ধমান পৌঁছাতে লাগছে দীর্ঘ সময়। বাস চালকরা বলছেন, “দু’হাত অন্তর হাম্প। তার জেরে বাসের যন্ত্রপাতি ভেঙে যাচ্ছে। গন্তব্যে পৌঁছাতে অনেক সময় লেগে যাচ্ছে।”
advertisement
advertisement
বার বার প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কোনো ফল হয়নি। অবশেষে ধাত্রীগ্রাম মোড় সংলগ্ন এলাকা থেকে বর্ধমান-কালনা রুটের বাস ড্রাইভাররা বুধবার বাস ধর্মঘটের ডাক দেয়। এদিন সকাল থেকেই এই রুটের সমস্ত বাস চালকরা বাস বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন। তাতে দুর্ভোগে পড়েন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রী সকলেই। যাত্রীরা বলছেন, “হাম্পের কারণে বাসে বসে থাকাই দায় হয়ে দাঁড়ায়। অসুস্থ যাত্রীরা আরও বেশি সমস্যার মধ্যে পড়েন। এর একটা বিহিত হওয়া প্রয়োজন।”
advertisement
বর্ধমান-কালনা রুটে অনেক বাঁক। তাছাড়া এই রাস্তার অনেক এলাকাই দুর্ঘটনাপ্রবণ। দুর্ঘটনা কমাতেই হাম্পের ব্যবস্থা করেছে প্রশাসন। যদিও এই প্রচুর সংখ্যক হাম্পের কারণে তাঁদের নিত্য সমস্যা ভোগ করতে হচ্ছে বলে জানিয়েছেন বাস মালিকরা। তবে আগামীকাল বৃহস্পতিবার থেকে বাস চলাচল শুরু হবে বলে আশ্বাস দিয়েছেন তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সন্দীপ বসু। এ ব্যাপারে আগামী সোমবার কালনার মহকুমা শাসকের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের পথ খোঁজা হবে বলে জানিয়েছেন তিনি। বাস মালিকরা জানিয়েছেন, সমস্যার সমাধান না হলে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের পথে হাঁটবেন তাঁরা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 22, 2025 9:43 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bus Strike: হঠাৎই বাস ধর্মঘট রাজ্যের গুরুত্বপূর্ণ রুটে, কারণ জানলে অবাক হবেন