Viral news: চোর পুলিশ খেলা! পলাতক দুস্কৃতীর খোঁজে কালনার পাড়ায় পাড়ায় ছুটে বেড়াচ্ছে পুলিশ

Last Updated:

Viral news West Bengal Police: মঙ্গলবার দুপুরে কালনা কোর্টের এজ্লাস থেকে পুলিশের হাত ফসকে উধাও হয়ে গেছিল এক অভিযুক্ত। এরপর থেকেই কালনার একাধিক জায়গায় অভিযুক্ত ওই ব্যক্তির খোঁজ শুরু করে কালনা থানার পুলিশ।

অভিযুক্তকে তাড়া পুলিশের।
অভিযুক্তকে তাড়া পুলিশের।
কালনা: মঙ্গলবার দুপুরে কালনা কোর্টের এজ্লাস থেকে পুলিশের হাত ফসকে উধাও হয়ে গেছিল এক অভিযুক্ত। এরপর থেকেই কালনার একাধিক জায়গায় অভিযুক্ত ওই ব্যক্তির খোঁজ শুরু করে কালনা থানার পুলিশ।
ঠিক যেন সিনেমার মতো দৃশ্য দেখা যায় কালনা জুড়ে। কালনার নেপপাড়া-সহ বিভিন্ন এলাকায় টর্চ জ্বালিয়ে সারা রাত অভিযুক্তের খোঁজ চালায় কালনা থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের দাবি সন্ধে নাগাদ অভিযুক্ত ওই ব্যক্তিকে একটি পাঁচিলের উপরে উঠতে দেখেন তারা, এরপরে স্থানীয় বাসিন্দাদের আওয়াজে সুপারি গাছ ধরে নেমে ফের পালিয়ে যায় অভিযুক্ত। সারাদিন, রাত ধরে কালনায় চলতে থাকে চোর পুলিশ খেলা।
advertisement
advertisement
স্বভাবতই পুলিশের হাত থেকে আসামি পালিয়ে যাবার পর থেকে রাতের ঘুম উড়েছে পুলিশ কর্মীদের। আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার হওয়া এক কুখ্যাত অভিযুক্ত পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ায় চিন্তিত সাধারণ মানুষ। এলাকার মানুষ আতঙ্কিত যে তাদের এলাকায় ঘুরে বেড়াচ্ছে কুখ্যাত এক দুস্কৃতী। কবে পলাতক আসামির খোঁজ পাওয়া যাবে সেই নিয়েই এখন চিন্তিত পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral news: চোর পুলিশ খেলা! পলাতক দুস্কৃতীর খোঁজে কালনার পাড়ায় পাড়ায় ছুটে বেড়াচ্ছে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement