West Bengal News: জগদ্দলের বন্ধ জুটমিলে ঘটে গেল কী ভয়ঙ্কর ঘটনা! এবার কি সবাই প্রাণে মরব? প্রশ্ন তুলছে এলাকাবাসী

Last Updated:

West Bengal News: আতঙ্কিত এলাকাবাসী তখনই খবর দেয় জগদ্দল থানায়।

তাজা বোমা  নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড 
তাজা বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড 
জগদ্দল: পরিত্যক্ত বন্ধ জায়গাই কি আতঙ্কের আস্তানা? দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জগদ্দল মেঘনা জুট মিল চত্বরে ফের চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার কিছু মানুষ ওই এলাকায় আগাছা পরিষ্কার করতে গিয়ে প্রথমে সন্দেহজনক কিছু জিনিস দেখতে পান। কাছাকাছি গিয়ে যা দেখা মিলল, তা দেখেই তাজ্জব এলাকাবাসী। মিলের ভেতরের ওই পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয় এক ডজনেরও বেশি তাজা বোমা। আতঙ্কিত এলাকাবাসী তখনই খবর দেয় জগদ্দল থানায়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ। বোমা উদ্ধারের ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতেই এলাকাটিকে মুড়ে ফেলা হয় নিরাপত্তার বলয়ে। এমতাবস্থায় খবর পাঠানো হয় বোম ডিসপোজাল স্কোয়াডকে। পরে বোম স্কোয়াডের টিম ঘটনাস্থলে এসে বোমাগুলি পরীক্ষা করে দেখলে জানা যায় বোমা গুলি তখনও সক্রিয় ও বিপজ্জনক। এরপরই বোমাগুলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেই ওই সক্রিয় বোমাগুলিকেকে নিষ্ক্রিয় করা হয়।
advertisement
advertisement
এদিকে, পুলিশের প্রাথমিক অনুমান, কোনও দুষ্কৃতী দলই ওই ফাঁকা মিল চত্বরকেই বোমা মজুদের গোপন ঘাঁটি হিসেবে ব্যবহার করছিল। যদিও এতদিন ধরে কীভাবে সেগুলি সেখানে ছিল বা কে রেখেছে? তা নিয়ে তদন্ত শুরু হয়েছে জগদ্দল থানার পুলিশের তরফে। ইতিমধ্যেই ঘটনার খবর চাউর হতেই জুট মিল চত্বরের এলাকার মানুষ রীতিমতো আতঙ্কে।
advertisement
এই ঘটনার পরই প্রশ্ন উঠতে শুরু করেছে, জুটমিল চত্বরের এলাকাবাসীরা কি তবে প্রাণ হাতে করে জীবন যাপন করছে? পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে। পাশাপাশি জুট মিল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। তবে জগদ্দল ভাটপাড়া এলাকায় বোমা খুনোখুনি কোনও নতুন ঘটনা নয়। তা বলে কি দিনের পর দিন চলতে থাকবে এমন ঝুঁকির জীবন যাপন? এমন বোমা খুঁজে পাওয়ার ঘটনায় আবারও প্রশ্নচিহ্নের মুখে প্রশাসন। এই তীব্র ঔদ্ধত্যের সমাধান কি করবে প্রশাসন? জগদ্দল-ভাটপাড়াবাসীর চোখ এখন সেই দিকেই।
advertisement
—- শুভজিৎ সরকার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: জগদ্দলের বন্ধ জুটমিলে ঘটে গেল কী ভয়ঙ্কর ঘটনা! এবার কি সবাই প্রাণে মরব? প্রশ্ন তুলছে এলাকাবাসী
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement