ফরাক্কায় গঙ্গার তোড়ে ভেঙে গেল রাস্তা, বাংলা-ঝাড়খণ্ড যোগাযোগ বিচ্ছিন্ন
Last Updated:
গঙ্গার জলের তোড়ে ভেঙে গেল রাস্তা৷ বিচ্ছিন্ন হয়ে গেল ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ যোগাযোগ৷ ফরাক্কায় ৮০ নম্বর জাতীয় সড়ক জলমগ্ন৷
#ফরাক্কা: গঙ্গার জলের তোড়ে ভেঙে গেল রাস্তা৷ বিচ্ছিন্ন হয়ে গেল ঝাড়খণ্ড-পশ্চিমবঙ্গ যোগাযোগ৷ ফরাক্কায় ৮০ নম্বর জাতীয় সড়ক জলমগ্ন৷ মঙ্গলবার ফরাক্কা ব্যারেজ থেকে জল ছাড়ায় বিপত্তি বাড়ে৷ জল ঢুকে গিয়েছে খোদাবন্দপুর, সাঁকোপাড়ায়৷ জলের তলায় মমরেজ-সহ একাধিক এলাকা৷
পুজোর মুখে বন্যা-বিষাদ ফরাক্কার বিস্তীর্ণ অঞ্চল৷ গঙ্গার আগ্রাসনে ইতিমধ্যেই তলিয়ে গিয়েছে প্রায় ১০০টি বাড়ি৷ গঙ্গার জলের তলায় চাষের জমিও৷ মুর্শিদাবাদের শেষ প্রান্তে গঙ্গার কোল ঘেঁষে চর হোসেনপুরে গত একমাস ধরে গঙ্গার বুকে তলিয়ে গিয়েছে বাড়ি, চাষের জমি।
ফুঁসছে গঙ্গা। ভিটেমাটি হারিয়ে দিন কাটাচ্ছেন কয়েকশো মানুষ। ফরাক্কায় চর হোসিয়ারপুরে ভাঙন ছড়াচ্ছে আরও বড় এলাকায়। ভাঙন রুখতে ফেলা বোল্ডার নদীর তোড়ে ভেসে গিয়েছে। দীর্ঘমেয়াদি ভাবে ভাঙন রুখতে তা হলে কী কাজ করলেন ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ? উটছে প্রশ্ন৷
advertisement
advertisement
আরও ভিডিও: ফুঁসছে গঙ্গা, ফরাক্কার চর হোসেনপুরে ভিটেমাটি হারিয়ে দিন কাটাচ্ছেন কয়েকশো মানুষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2019 1:43 PM IST