Bangla News| Mystery Death|| বন্ধ ঘরে চেয়ারের ওপরে ছিল নিথর দেহ! রাজ্যের স্বরাষ্ট্র সচিবের ভাইপোর রহস্য মৃত্যু
- Reported by:RUDRA NARAYAN ROY
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Mystery Death: রাত থেকেই যোগাযোগ করা যাচ্ছিল না। আজ দরজা ভেঙে উদ্ধার হল রাজ্যের স্বরাষ্ট্র সচিবের ভাইপো অতীশ গোপালিকার দেহ।
কলকাতা: শুক্রবার রাত থেকেই যোগাযোগ করা যাচ্ছিল না। আজ দরজা ভেঙে উদ্ধার হল রাজ্যের স্বরাষ্ট্র সচিবের ভাইপো অতীশ গোপালিকার দেহ। নিজের ঘর থেকে তাঁকে মৃত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে। বাঙুর এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন হোম সেক্রেটারি বিপি গোপালিকার ভাইপো অতীশ গোপালিকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতের পর থেকে তাঁর সঙ্গে আর কেউ যোগাযোগ করতে পারেননি। শনিবার সকালে অফিসের পরিচিতরা লেকটাউন থানায় বিষয়টি জানান। তৎক্ষণাৎ লেকটাউন থানার পুলিশ বাঙুরের ওই বাড়িটিতে পৌঁছয়। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কেউ সাড়া না দেওয়ায় অবশেষে পুলিশ দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে।
advertisement
advertisement
সূত্রের খবর, বাড়ির ভেতরে একটি চেয়ারের উপর বসেছিলেন অতীশ গোপালিকা। পুলিশ তাঁকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পরে অনুমান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর।
এ দিন অতীশের দেহ আরজি কর হাসপাতাল থেকে বিধাননগর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার বিকেলে বিধাননগর মহকুমা হাসপাতালে পৌঁছয় রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা এবং বিধাননগর পুলিশ কমিশনার-সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
advertisement
Rudra Narayan Roy
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 10, 2023 8:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News| Mystery Death|| বন্ধ ঘরে চেয়ারের ওপরে ছিল নিথর দেহ! রাজ্যের স্বরাষ্ট্র সচিবের ভাইপোর রহস্য মৃত্যু








