কলকাতায় ফিরে ব্যবস্থা নেব আসানসোল ও রাণিগঞ্জ ঘুরে বললেন রাজ্যপাল

Last Updated:
#আসানসোল: আসানসোল পৌঁছে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক সারলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা চলেছে। বৈঠকে ছিলেন স্থানীয় পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মীনা, জেলাশাসক শশাঙ্ক শেঠি ও আইজি রাজীব মিশ্র। বেলা এগারোটা নাগাদ আসানসোলের সার্কিট হাউসে পৌঁছন রাজ্যপাল। সেখানেই বৈঠক সারলেন তিনি ৷ আইজি পশ্চিমাঞ্চলের সঙ্গেও কথাও বলেন রাজ্যপাল ৷ এ ছাড়া স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি ৷ এলাকার পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যপাল ৷
যে সমস্ত এলাকায় অশান্তির খবর পাওয়া গিয়েছিল, সেই সমস্ত এলাকা ঘুরে দেখেন তিনি ৷ আসানসোলের বেশ কিছু এলাকার পাশাপাশি রাণিগঞ্জের অনেকগুলি এলাকায় যান রাজ্যপাল ৷ সেখানে তিনি বলেন, ‘‘আমি শান্তির বার্তা নিয়ে এসেছি ৷ এলাকায় শান্তি ফিরুক ৷ সব সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে থাকুক ৷’’ রানিগঞ্জে রাজ্যপালের মন্তব্য, যা ব্যবস্থা নেওয়ার তা কলকাতা ফিরেই নেবেন। আজ কেশরীনাথ ত্রিপাঠীর হাতে দুটি এলাকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেন পুলিশ আধিকারিকরা। তিনি নিজেও ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও। পুলিশের তরফে জানানো হয়েছে, আসানসোল ও রানিগঞ্জের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে ৷ কোথাও নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা নেই ৷ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷
advertisement
পুলিশের রিপোর্ট, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য আর স্বচক্ষে দেখা পরিস্থিতি। কলকাতা ফিরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। তবে প্রয়োজনীয় ব্যবস্থা বলতে কী বোঝাতে চাইছেন রাজ্যপাল? তিনি কি নতুন করে রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতে চাইছেন? নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷
advertisement
তবে নিরাপত্তার কারণে কয়েকটি এলাকায় যেতে পারেননি বলে আক্ষেপ জানিয়েছেন রাজ্যেপাল ৷ তিনি বলেন, ‘‘আসানসোলের সব এলাকায় যেতে চেয়েছিলাম তবে কিছু কারণবশত যেতে পারলাম না ৷’’ তবে তাঁর এই মন্তব্য শুনে পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘‘উনি বেশ ভালই ঘুরেছেন দেখলাম ৷’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতায় ফিরে ব্যবস্থা নেব আসানসোল ও রাণিগঞ্জ ঘুরে বললেন রাজ্যপাল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement