পূর্ব মেদিনীপুরে ১৮ আধিকারিকের বদলি! তালিকায় জেলাশাসক, আরও? দেখে নিন খুঁটিনাটি
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
জেলাশাসক থেকে অতিরিক্ত জেলাশাসক, মহকুমা শাসক থেকে ব্লক প্রশাসনিক আধিকারিক। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ১৮ জন আধিকারিকের বদলি।
তমলুক, সৈকত শী: এসআইআর শুরুর আগে পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক মহলে ব্যাপক রদবদল। জেলা জুড়ে জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক মহকুমা শাসক সহ ব্লক প্রশাসনিক আধিকারিকদের বদলি রীতিমতো চর্চা শুরু হয়েছে। ১৮ জন আধিকারিকের বদলি হল পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে। ছুটির মধ্যেই নবান্ন থেকে এই রদবদলের নির্দেশিকা এসেছে। প্রশাসনিক মহল সূত্রে জানা যায়, নিয়মমাফিক আধিকারিকদের বদলি হয়েছে।
জেলা জুড়ে প্রশাসনিক আধিকারিক বদলের মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক দুই অতিরিক্ত জেলাশাসক, হলদিয়া ও এগরার মহাকুমা শাসক সহ হলদিয়া উন্নয়ন পর্ষদের এক্সিকিউটিভ অফিসার এবং জেলা জুড়ে বিভিন্ন ব্লকের বিডিওদের বদলি হল। অনেকদিন ধরে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক ছিলেন পূর্ণেন্দু মাজি। তাঁকে বদলি করে রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতরের সচিব করা হয়েছে। তার জায়গায় পূর্ব মেদিনীপুরের নতুন জেলাশাসক হচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের স্পেশাল সচিব পদে থাকা ইউনিশ ঋষি ইসমাইল।
advertisement
আরও পড়ুন: শিয়ালের তাণ্ডব মুর্শিদাবাদের গ্রামে! রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের, আহতের সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে
advertisement
পূর্ণেন্দু মাজিকে আগেও একবার ভোটের সময় বদলি করে বর্ধমানে পাঠানো হয়েছিল। এরপর ভোট মিটেতেই তাকে ফের পূর্ব মেদিনীপুরে আনা হয়। পূর্ণেন্দুবাবু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন বলেও অনেকে দাবি করেন। তাই ভোট ঘোষণার আগেই কমিশনের বদলির আগে তাঁকে তড়িঘড়ি রাজ্য সরকার বদলি করেছে বলে বিরোধীদের দাবি। একই দিনে পূর্ব মেদিনীপুর জেলার দুই অতিরিক্ত জেলাশাসকেও বদল করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায় ও অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) অনির্বাণ কোলেকে বদল করা হয়েছে। হলদিয়া উন্নয়ণ পরিষদের সিইও কোন্থার সুধিরকেও বদলি করে পুরুলিয়ার জেলাশাসক করা হয়েছে। এ বিষয়ে বিদায়ী জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক জানান, “প্রশাসনিক স্তরে একাধিক আধিকারিকের বদল রুটিন মাফিক হয়েছে। নবান্ন থেকে সেই নির্দেশিকা এসে পৌঁছেছে জেলায়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর পাশাপাশি এগরা ও হলদিয়ায় মহকুমাশাসকও বদল করা হয়েছে। এগরার মহকুমাশাসক মনোজিৎ কুমার যাদবের জায়গায় নতুন মহকুমা শাসক হচ্ছেন কর্মবীর কেশব। হলদিয়ার মহকুমাশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়ের জায়গায় নতুন মহকুমাশাসক হচ্ছেন তীর্থঙ্কর বিশ্বাস। এদিকে একইসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরর বিডিও প্রকাশ লাহিড়ি, রামনগর-১ এর বিডিও পূজা দেবনাথ, দেশপ্রাণ ব্লকের বিডিও স্নেহাশীষ মজুমদার, খেজুরি- ২নং ব্লকের বিডিও উদয় শঙ্কর মাইতি, এগরা- ২নং ব্লকের বিডিও অরিজিত গোস্বামী, ভগবানপুর- নং ব্লকের বিডিও নৃপেন বিশ্বাস, সুতাহাটার বিডিও দেবলীনা দাস, শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও রথীনচন্দ্র দেকে বদলি করা হয়েছে। এর পাশাপাশি বদলি করা হয়েছে, কোলাঘাট ও পাঁশকুড়ার বিডিওদের। পুজোর ছুটির মধ্যেই নন্দীগ্রাম এক ব্লকের বিডিওর বদলি হয়েছে। সব মিলিয়ে পুজোর ছুটিতেই জেলা জুড়ে প্রশাসনিক মহলে ব্যাপক রদবদল হল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 28, 2025 1:43 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পূর্ব মেদিনীপুরে ১৮ আধিকারিকের বদলি! তালিকায় জেলাশাসক, আরও? দেখে নিন খুঁটিনাটি

