CM Mamata Banerjee: মোদি বনাম মমতা! একইদিনে প্রধানমন্ত্রীর চার সভা, মুখ্যমন্ত্রীর দুই... রবিবাসরীয় উত্তাপ বাংলায়?
- Published by:Rachana Majumder
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
মূলত উলুবেড়িয়া লোকসভার অধীনে আমতায় এই সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী সভা বিকেল চারটের পরে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অবশ্য দুপুর তিনটে নাগাদ। এর আগে কোচবিহার ও বর্ধমান জেলায় একই দিনে সভা করেছেন মোদি- মমতা।
হাওড়া: রবিবার একই জেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। এই নিয়ে মোট তিনবার একই জেলায় একই দিনে সভা করছেন মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী। এদিন রাজ্যে পরপর চারটি সভা করবেন প্রধানমন্ত্রী। শেষ সভা হাওড়ায়। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর শেষ সভা হাওড়াতেই করবেন। উলুবেড়িয়া লোকসভায় মমতা এদিন তাঁর দ্বিতীয় নির্বাচনী সভা করতে চলেছেন।
মূলত উলুবেড়িয়া লোকসভার অধীনে আমতায় এই সভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী সভা বিকেল চারটের পরে হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অবশ্য দুপুর তিনটে নাগাদ। এর আগে কোচবিহার ও বর্ধমান জেলায় একই দিনে সভা করেছেন মোদি- মমতা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ব্যারাকপুর লোকসভার অধীনে আমডাঙায় সভা করবেন। দুপুর ১টার পর এই সভা করার কথা মুখ্যমন্ত্রীর।
advertisement
advertisement
তারপর সেখান থেকে সরাসরি যাবেন হাওড়ার উলুবেড়িয়াতে। দুই হেভিওয়েটের লড়াইতে রবিবারের রাজনৈতিক উত্তাপ যে যথেষ্ট বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।
লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর নবম বারের জন্য রাজ্যে প্রচার কর্মসূচিতে এসেছেন মোদি। ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী। শনিবার রাতে রাজভবনে থেকে টানা পরপর চারটি সভা করবেন মোদি। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা। সম্প্রতি একই দিনে পরপর চারটি সভা মোদি করেননি। এদিন সকালে রাজভবন থেকে বেরিয়ে বিশেষ হেলিকপ্টারে করে ব্যারাকপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে সভা করবেন প্রথমে। প্রধানমন্ত্রী আজ যে চার কেন্দ্রে প্রচার করবেন, তার সব ক’টিতেই আগামী ২০ মে ভোটগ্রহণ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
May 12, 2024 9:17 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
CM Mamata Banerjee: মোদি বনাম মমতা! একইদিনে প্রধানমন্ত্রীর চার সভা, মুখ্যমন্ত্রীর দুই... রবিবাসরীয় উত্তাপ বাংলায়?