West Bengal Board of Primary Education: 'এখনও কেন রিপোর্ট জমা পড়ল না?' জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে আরও কড়া প্রাথমিক শিক্ষা পর্ষদ
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rukmini Mazumder
Last Updated:
West Bengal Board of Primary Education: 'এখনও কেন রিপোর্ট জমা পড়ল না?' জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে আরও কড়া প্রাথমিক শিক্ষা পর্ষদ, বুধবারের মধ্যেই মালদহ জেলার চেয়ারম্যান, ডিপিএসসি কে রিপোর্ট দিতে নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের
কলকাতা: জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে আরও কড়া প্রাথমিক শিক্ষা পর্ষদ। জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে দুই শিক্ষকের চাকরির অভিযোগ উঠেছিল, সেই বিষয়ে রিপোর্ট চাওয়া হয়েছিল দু’সপ্তাহ আগেই, কিন্তু এখনও কেন রিপোর্ট জমা পড়ল না? অ্যান্টি করাপশন ব্রাঞ্চ-কে তদন্তের পর কি জানানো হল?
বুধবারের মধ্যেই মালদহ জেলার চেয়ারম্যান, ডিপিএসসি কে রিপোর্ট দিতে নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের।
কাস্ট সার্টিফিকেট নিয়ে তদন্তে কী কী তথ্য উঠে এল? অবিলম্বে জানানোর নির্দেশ প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রসঙ্গত মালদহ জেলায় দুই শিক্ষক জাল সার্টিফিকেট নিয়ে চাকরি করছে বলে অভিযোগ উঠে আসে, এর পরই রাজ্য পুলিশের অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিষয়টি তদন্ত করে দেখতে বলে।
advertisement
advertisement
অন্যদিকে, ঝাড়গ্রামেও জাল সার্টিফিকেট! এসএসকেএম হাসপাতালের পর এবার ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ। ঝাড়গ্রাম মেডিক্যালেও জাল সার্টিফিকেটে ডাক্তারি পড়ার অভিযোগ। অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের কাছে অভিযোগ দায়ের হয়, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে স্বাস্থ্য দফতর। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজের থেকে তথ্য তলব করে মেডিক্যাল এডুকেশন ডাইরেক্টরেট। একজন পড়ুয়া জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে ডাক্তারি পড়ছে বলেই অভিযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Apr 15, 2025 3:32 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Board of Primary Education: 'এখনও কেন রিপোর্ট জমা পড়ল না?' জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে আরও কড়া প্রাথমিক শিক্ষা পর্ষদ










