সুষ্ঠ সমাজ গড়ার লক্ষ্যে বিজন ডাক্তারের অভিনব প্রয়াস! কর্মকাণ্ড দেখে থমকে যান পথচলতিরা
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Dipika Sarkar
Last Updated:
বর্তমান সমাজে কুকর্ম থেকে অসামাজিক কার্যকলাপের বাড়বাড়ন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এমনই কঠিন ও ভয়ানক পরিস্থিতিতে সুষ্ঠ স্বাভাবিক সমাজ গড়তে ফের মনীষীদের উক্তি ও বাণী তুলে ধরতে উদ্যোগী হয়েছেন শিল্পাঞ্চলের বিশিষ্ট চিকিৎসক বিজন বিশ্বাস।
দুর্গাপুর, দীপিকা সরকার: বর্তমান সমাজে কুকর্ম থেকে অসামাজিক কার্যকলাপের বাড়বাড়ন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এমনই কঠিন ও ভয়ানক পরিস্থিতিতে সুষ্ঠ স্বাভাবিক সমাজ গড়তে ফের মনীষীদের উক্তি ও বাণী তুলে ধরতে উদ্যোগী হয়েছেন শিল্পাঞ্চলের বিশিষ্ট চিকিৎসক বিজন বিশ্বাস। তাঁর কথায়, বর্তমান পরিস্থিতির জন্য মনীষীদের ওই উক্তিগুলি প্রাসঙ্গিক। তাঁর দাবি, বহু বছর আগেই সাহিত্য ও সমাজ সংস্কারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত, রামমোহন রায়, মহাশ্বেতা দেবী-সহ একাধিক মনীষীগণ।
তবে এই ব্যস্ত জীবনযাপনে মানুষের আর সময় কোথায় মনীষীদের ওই বহুমূল্যবান উক্তি ও বাণী শোনার। তাই দুর্গাপুর শিল্পাঞ্চলের কালীগঞ্জ এলাকার হোমিওপ্যাথি চিকিৎসক বিজনবাবু এক অভিনব উদ্যোগ নেন৷ তিনি এলাকার ব্যস্ততম রাস্তার পাশে অপরের বাড়ির পাঁচিলে সমাজ পরিবর্তনের আসায় ওই সমস্ত মনিষীদের বাণীগুলি তুলে ধরেছেন।
আরও পড়ুন: বক্সার ভাইরাল গাইড, টগর পাতায় তোলেন গানের কলি! পাতার বাঁশির সুর শুনে ধন্য ধন্য করেন পর্যটকরা
advertisement
advertisement
ওই উক্তিগুলি পথ চলতি মানুষ এক ঝলক পড়লেও জীবনের অনেক ভুলক্রুটি সংশোধন করতে পারবেন বলে দাবি বিজনবাবুর। বিজনবাবু সুষ্ঠ সমাজ গড়ার পাশাপাশি এলাকার মেধাবী পড়ুয়াদের সহযোগিতা করতে সারা বছর নিজের উদ্যোগে নানা সমাজকল্যাণমূলক কাজে লিপ্ত থাকেন৷ বিজনবাবুর দাবি, মনীষীদের বাণী ও উক্তিগুলি মানুষকে অনুপ্রেরণা যোগায়, কঠিন পরিস্থিতিতে সঠিক পথ দেখায়, নৈতিকতা ও মূল্যবোধ শেখায় এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। এই উক্তিগুলি ব্যক্তিগত ও সামাজিক জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে এবং জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মানুষকে নতুন কিছু শুরু করতে বা কঠিন সময়ে হাল না ছাড়তে অনুপ্রাণিত করে। যেমন, “শুরু করার উপায় হল কথা বলা ছেড়ে দেওয়া এবং মূল লক্ষ্যে পৌঁছতে কঠোর পরিশ্রম শুরু করা। জীবনের গভীর অর্থ খুঁজে পেতে, মূল্যবোধ তৈরি করতে এবং নৈতিকভাবে উন্নত হতে সাহায্য করে মনিষীদের উক্তিগুলি।” কালীগঞ্জ ও টেটিখেলা এলাকায় বিজনবাবু এমনই নজির বিহীন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শহরবাসী। সুষ্ঠ সমাজ গড়তে তাঁর এই মহান উদ্যোগ নজির গড়ছে শহরে। ইতিমধ্যেই তিনি স্থানীয় বাসিন্দা স্মৃতি সেনের বাড়ির পাঁচিলে মনীষীদের একাধিক উক্তি লিখেছেন। পাশাপাশি আরও নানা উক্তি তুলে ধরতে এলাকার বহু বাড়ির পাঁচিলের দেওয়ালে কাজ করা শুরু করেছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Durgapur,Barddhaman,West Bengal
First Published :
November 18, 2025 7:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুষ্ঠ সমাজ গড়ার লক্ষ্যে বিজন ডাক্তারের অভিনব প্রয়াস! কর্মকাণ্ড দেখে থমকে যান পথচলতিরা
